নাভালনির মৃত্যু: তদন্ত চান জাতিসংঘ মহাসচিব
- আপডেট সময় : ০৭:২৩:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪
- / ৪১০ বার পড়া হয়েছে
কারাগারে আটক রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনির মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এসময় তার মৃত্যুর প্রকৃত কারণ জানতে যথাযথ তদন্তেরও আহবান জানান তিনি।
জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক গণমাধ্যমকে বলেন, “বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনির মৃত্যু ও আটকের খবরে জাতিসংঘ মহাসচিব হতবাক। মহাসচিব নাভালনির পরিবারের প্রতি তার সমবেদনা প্রকাশ করেছেন এবং নাভালনির হেফাজতে মৃত্যুর একটি পূর্ণ, বিশ্বাসযোগ্য এবং স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছেন।”
এদিকে, জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড মন্তব্য করেছেন, ক্রেমলিন সরকারের নিরন্তর নিপীড়নই নাভালনির মৃত্যুর জন্য দায়ী।
২০২১ সালের জানুয়ারিতে জার্মানির একটি হাসপাতালে বিষক্রিয়ার চিকিৎসা নেয়ার সময় গ্রেপ্তার করা হয়েছিল নাভালনিকে। সেই বিষক্রিয়ার জন্য পশ্চিমা দেশগুলি এবং নাভালনি নিজেই রাশিয়াকে দায়ী করে আসছিলেন।
গত আগস্টে, নাভালনিকে চরমপন্থা এবং আরো কিছু অপরাধের অভিযোগে ১৯ বছরের কারাদণ্ড দিয়েছিলো রাশিয়ার আদালত। মৃত্যুর আগে তিনি সাড়ে এগার বছর কারাদণ্ড ভোগ করেছেন।