ঢাকা সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রীর হুশিয়ারির জবাবে যা বললো যুক্তরাষ্ট্র
- আপডেট সময় : ০৭:০৫:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩
- / ৫৪৩ বার পড়া হয়েছে
ভারত ও প্রশান্তমহাসাগরীয় অঞ্চলকে মুক্ত, নিরাপদ ও সমৃদ্ধ দেখতে চায় যুক্তরাষ্ট্র। আর এ ক্ষেত্রে ঢাকা-ওয়াশিংটনের দৃষ্টিভঙ্গি একই বলে মনে করে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। রুশ পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক ঢাকা সফর ও দক্ষিণ এশিয়ায় মার্কিন হস্তক্ষেপ রোধে ল্যাভরভের হুঁশিয়ারি প্রসঙ্গে এসব কথা বলেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মুখপাত্র ম্যাথিউ মিলার।
মিলার বলেন, প্রতিনিয়ত দুই প্রতিবেশীর ওপর হামলা চালিয়ে রাশিয়া নিজেই অন্য দেশে হস্তক্ষেপ করছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী এমন মন্তব্য সচেতনভাবে করেননি বলেও মত মার্কিন পররাষ্ট্র দফতরের। বাংলাদেশে জবাবদিহিতা নিশ্চিতে নিয়োজিত সাংবাদিকদের ওপর পদ্ধতিগত নিপীড়নের বিষয়টিতে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন বলেও জানান মিলার।
মিলার বলেন- রাশিয়ার প্রতি সম্মান রেখেই বলবো, আমার মনে হয় না যে দেশটি প্রতিবেশি দুই দেশ দখল করতে গিয়ে প্রতিদিন স্কুল-হাসপাতাল বা অ্যাপার্টমেন্টে বোমা হামলায় জড়িত-তাদের অন্যদেশে হস্তক্ষেপ বিষয়ে কিছু বলা উচিৎ। মুক্ত-সমৃদ্ধ ও নিরাপদ ইন্দো প্যাসিফিক গড়াই ওয়াশিংটনের লক্ষ্য। আর এক্ষেত্রে বাংলাদেশও যুক্তরাষ্ট্রের মতো একই দৃষ্টিভঙ্গি পোষণ করে। সূত্র: মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ওয়েবসাইট