ঢাকা ১২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

পুলিশি অভিযানে বাজার নিয়ন্ত্রণ সম্ভব না: বাণিজ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:৫৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৪০৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুলিশ দিয়ে অভিযান চালিয়ে বাজার ব্যবস্থা ভালো করা যাবে না বলে মন্তব্য করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘পুলিশ দিয়ে অভিযান চালিয়ে বাজার ব্যবস্থা ভালো করা সম্ভব না। বাজার ব্যবস্থা ভালো করতে হলে বাজারে যারা সাপ্লাই চেইনের প্রতিনিধি, আমদানিকারক থেকে ভোক্তা পর্যন্ত, প্রত্যেকটি জায়গা শক্তিশালী হতে হবে।’

শুধু খুচরা বা পাইকারিতে নয় নিত্যপণ্যের সরবরাহ সংকট তৈরি করলে সংশ্লিষ্টদের নিয়ে অভিযান চালানো হবে বলেও জানান তিনি। বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘সরবরাহ নিশ্চিত করা গেলে দাম এমনিতেই কমে আসবে।’

এসময় ব্যবসায়ী প্রতিনিধি ছাড়া বাজার অভিযান না করার প্রতিশ্রুতি দেন তিনি।

এ সময় আমদানি পণ্যের শুল্ক সমন্বয় জটিলতা কমানোর তাগিদ দেন ব্যবসায়ীরা। তাঁরা বলেন, বড় বড় আমদানিকারকরা দাম কমালে তার প্রভাব বাজারে পড়বে। অভিযানের নামে ক্ষুদ্র ব্যবসায়ীদের হয়রানি না করার অনুরোধও জানান পুরান ঢাকার ব্যবসায়ীরা।

এসময় বাণিজ্য প্রতিমন্ত্রী আশ্বাস দেন, ব্যবসায়ী প্রতিনিধি ছাড়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজারে কোনো অভিযান করবে না।

নিউজটি শেয়ার করুন

পুলিশি অভিযানে বাজার নিয়ন্ত্রণ সম্ভব না: বাণিজ্য প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৪:৫৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪

পুলিশ দিয়ে অভিযান চালিয়ে বাজার ব্যবস্থা ভালো করা যাবে না বলে মন্তব্য করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘পুলিশ দিয়ে অভিযান চালিয়ে বাজার ব্যবস্থা ভালো করা সম্ভব না। বাজার ব্যবস্থা ভালো করতে হলে বাজারে যারা সাপ্লাই চেইনের প্রতিনিধি, আমদানিকারক থেকে ভোক্তা পর্যন্ত, প্রত্যেকটি জায়গা শক্তিশালী হতে হবে।’

শুধু খুচরা বা পাইকারিতে নয় নিত্যপণ্যের সরবরাহ সংকট তৈরি করলে সংশ্লিষ্টদের নিয়ে অভিযান চালানো হবে বলেও জানান তিনি। বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘সরবরাহ নিশ্চিত করা গেলে দাম এমনিতেই কমে আসবে।’

এসময় ব্যবসায়ী প্রতিনিধি ছাড়া বাজার অভিযান না করার প্রতিশ্রুতি দেন তিনি।

এ সময় আমদানি পণ্যের শুল্ক সমন্বয় জটিলতা কমানোর তাগিদ দেন ব্যবসায়ীরা। তাঁরা বলেন, বড় বড় আমদানিকারকরা দাম কমালে তার প্রভাব বাজারে পড়বে। অভিযানের নামে ক্ষুদ্র ব্যবসায়ীদের হয়রানি না করার অনুরোধও জানান পুরান ঢাকার ব্যবসায়ীরা।

এসময় বাণিজ্য প্রতিমন্ত্রী আশ্বাস দেন, ব্যবসায়ী প্রতিনিধি ছাড়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজারে কোনো অভিযান করবে না।