বড় জয়ে লা লিগা টেবিলের দুইয়ে বার্সেলোনা
- আপডেট সময় : ০৯:৫১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪
- / ৪০৪ বার পড়া হয়েছে
ঘরের মাঠে গেটাফেকে উড়িয়ে স্প্যানিশ লা লিগা ফুটবলের পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে এসেছে বার্সেলোনা। শনিবার রাতে অলিম্পিক স্টেডিয়ামে গেটাফেকে ৪-০ গোলে হারিয়েছে বার্সেলোনা।
চলতি মৌসুমে গোলের জন্য ধুকতে থাকা বার্সেলোনা এদিন ম্যাচের শুরুতেই গোলের দেখা পায়। ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহা ম্যাচের ২০ মিনিটে দারুণ এক গোলে এগিয়ে দেয় বার্সেলোনাকে। জুলস কুন্দের অ্যাশিস্টে ব্যবধান ১-০ করেন এই ব্রাজিলিয়ান।
প্রথমার্ধে স্কোরলাইন আরও বাড়ানোর সুযোগ ছিল বার্সার। কিন্তু জোয়াও ফেলিক্স, রবার্ট লেভানডফস্কি আর ইলকায় গুন্দোয়ানরা সেসব কাজে লাগাতে পারেননি। বিরতির পর ৫০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফেলিক্স। ক্রিস্টেনসেনের বাড়ানো বলে শুধু পা ছুঁয়েছেন পর্তুগিজ ফরোয়ার্ড।
আট মিনিট পর তৃতীয় গোলের দেখা পায় বার্সা। ফ্রেঙ্কি ডি ইয়ং গোল করে বার্সাকে নিশ্চিত জয়ের পথ দেখান। এই গোলের কারিগর ছিলেন প্রথম গোল করা রাফিনহা। তিন গোল খেয়ে বেশ কয়েকটি পাল্টা আক্রমণ করে গেটাফে। তবে লাভের লাভ কিছুই হয়নি। বারবার বার্সার রক্ষণেই আটকে যায় তাদের প্রচেষ্টা।
জয় নিশ্চিত হওয়ায় বার্সা কোচ জাভি বেশ কয়েকজন খেলোয়াড়কে উঠিয়ে নেন। শেষ দিকে ফেলিক্সের বদলি নামা ফেরমিন লোপেজ ব্যবধান ৪-০ করেন। ম্যাচের যোগ করা সময়ের প্রথম মিনিটে আসে গোলটি।
এ জয়ে জিরোনাকে টপকে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে গেছে বার্সা। ২৬ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট ৫৭। এক ম্যাচ কম খেলে জিরোনার পয়েন্ট ৫৬। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ২৫ ম্যাচে ৬২।