ফিলিস্তিনে হত্যাযজ্ঞের প্রতিবাদে নিজ গায়ে আগুন দিলেন মার্কিন সেনা
- আপডেট সময় : ০৮:৩৮:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪
- / ৪০৭ বার পড়া হয়েছে
ফিলিস্তিনে বর্বর হত্যাযজ্ঞের প্রতিবাদে এবার খোদ যুক্তরাষ্ট্রের রাজধানীতে ইসরাইলি দূতাবাসের সামনে গায়ে আগুন দিয়েছেন এক মার্কিন সেনা। গুরুতর দগ্ধ ওই সেনাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
মার্কিন সেনার পরিচয় নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর সদর দপ্তর। মর্মান্তিক এই ঘটনা হয়েছে স্থানীয় সময় রোববার বিকালে ওয়াশিংটন ডিসিতে।
ইসরাইলি দূতাবাসের বাইরে দাঁড়িয়ে ফিলিস্তিনে অবিলম্বে হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জানান মার্কিন বিমান বাহিনীর বর্তমান এক সদস্য। পরে ‘ফ্রি প্যালেস্টাইন’ শ্লোগান দিয়ে নিজের গায়ে আগুন ধরিয়ে দেন। এই ঘটনার পরপরই ঘটনাস্থলের কাছাকাছি সন্দেহের তালিকায় থাকা একটি গাড়ি ঘিরে তল্লাশি চালায় বোম্ব স্কোয়াড।
স্থানীয় একাধিক গণমাধ্যমে জানানো হয়েছে, হাসপাতালে ভর্তি ওই বিমান সেনার অবস্থা শঙ্কামুক্ত নয়। এরআগে, গত বছরের ডিসেম্বরে জর্জিয়ার আটলান্টা শহরে ইসরাইলের কনস্যুলেটের বাইরে এমন কাণ্ড ঘটিয়ে গুরুতর দগ্ধ হয়েছেন এক প্রতিবাদকারী।