ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

পদত্যাগ করেছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:১৫:১০ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৪৬৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিলিস্তিন সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতায়েহ পদত্যাগ করেছেন। সোমবার (২৬শে ফেব্রুয়ারি) দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্র জমা দেওয়ার পর এক সংবাদ সম্মেলনে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

এ সময় মোহাম্মদ শাতায়েহ বলেন, প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বরাবর পদত্যাগপত্র জমা দেয়া হয়েছে। গাজায় ইসরাইলি বাহিনীর আগ্রাসন এবং পশ্চিম তীর ও জেরুজালেমে সহিংসতা বৃদ্ধির প্রতিবাদে এ পদক্ষেপ নেয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে শাতায়েহ আরও বলেন, গাজা ভূখণ্ডের পরিস্থিতি এখন আর আগের মতো নেই। নতুন একটি বাস্তবতা সেখানে সৃষ্টি হয়েছে আর সেই বাস্তবতায় ফিলিস্তিনের অখণ্ডতা ও ঐক্য ধরে রাখাতে হলে প্রয়োজন নতুন সরকার, নতুন রাজনীতি। তার এই পদত্যাগের মধ্যে দিয়ে কার্যত: পুরো মন্ত্রিসভার পতন ঘটল।

পশ্চিম তীর, গাজা ও পূর্ব জেরুজালেম, এই তিন ভূখন্ডের সমন্বয়ে গঠিত ফিলিস্তিন। তিনটি অঞ্চলই এক সময় ফিলিস্তিনের স্বাধীনতাকামী রাজনৈতিক দল ফাতাহ ও অন্যান্য গোষ্ঠীগুলোর জোট প্যালেস্টাইন অথরিটির (পিএ) অধীনস্থ ছিল।

তবে ২০০৫ সালে গাজার নিয়ন্ত্রণ স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের কাছে চলে যায়। আর ওই সময় থেকে দেশটিতে দুটি সরকার সক্রিয়, পিএ এবং হামাস। পশ্চিম তীর ও জেরুজালেম এখন পিএ’র অধীনে। আর গত ১৯ বছর ধরে গাজা অঞ্চল নিয়ন্ত্রণ করছে হামাস সংগঠন।

প্রসঙ্গত, মোহাম্মদ শাতায়েহ ১৯৫৮ সালে পশ্চিম তীরের নাবলুস জেলার তেল শহরে জন্মগ্রহণ করেন। ব্যবসায় প্রশাসন এবং অর্থনীতিতে উচ্চতর ডিগ্রির পর যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাসেক্স থেকে অর্থনৈতিক উন্নয়নের ওপরও উচ্চতর ডিগ্রি অর্জন করেন তিনি।

ইউনিভার্সিটি অব সাসেক্স উচ্চতর ডিগ্রি নেয়ার পর এ বিশ্ববিদ্যালয়েই ১৯৮৯ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত অর্থনীতি বিভাগে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ শাতায়েহ।

১৯৯৫ সালে ফিলিস্তিনের নির্বাচন কমিশনের সেক্রেটারি দায়িত্ব নিয়ে ১৯৯৮ সাল পর্যন্ত পালন করেন। এরপর ২০০৫ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত দেশটির সরকারের কর্মসংস্থা ও আবাসনবিষয়ক মন্ত্রী ছিলেন মোহাম্মদ শাতায়েহ।

নিউজটি শেয়ার করুন

পদত্যাগ করেছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১২:১৫:১০ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪

ফিলিস্তিন সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতায়েহ পদত্যাগ করেছেন। সোমবার (২৬শে ফেব্রুয়ারি) দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্র জমা দেওয়ার পর এক সংবাদ সম্মেলনে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

এ সময় মোহাম্মদ শাতায়েহ বলেন, প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বরাবর পদত্যাগপত্র জমা দেয়া হয়েছে। গাজায় ইসরাইলি বাহিনীর আগ্রাসন এবং পশ্চিম তীর ও জেরুজালেমে সহিংসতা বৃদ্ধির প্রতিবাদে এ পদক্ষেপ নেয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে শাতায়েহ আরও বলেন, গাজা ভূখণ্ডের পরিস্থিতি এখন আর আগের মতো নেই। নতুন একটি বাস্তবতা সেখানে সৃষ্টি হয়েছে আর সেই বাস্তবতায় ফিলিস্তিনের অখণ্ডতা ও ঐক্য ধরে রাখাতে হলে প্রয়োজন নতুন সরকার, নতুন রাজনীতি। তার এই পদত্যাগের মধ্যে দিয়ে কার্যত: পুরো মন্ত্রিসভার পতন ঘটল।

পশ্চিম তীর, গাজা ও পূর্ব জেরুজালেম, এই তিন ভূখন্ডের সমন্বয়ে গঠিত ফিলিস্তিন। তিনটি অঞ্চলই এক সময় ফিলিস্তিনের স্বাধীনতাকামী রাজনৈতিক দল ফাতাহ ও অন্যান্য গোষ্ঠীগুলোর জোট প্যালেস্টাইন অথরিটির (পিএ) অধীনস্থ ছিল।

তবে ২০০৫ সালে গাজার নিয়ন্ত্রণ স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের কাছে চলে যায়। আর ওই সময় থেকে দেশটিতে দুটি সরকার সক্রিয়, পিএ এবং হামাস। পশ্চিম তীর ও জেরুজালেম এখন পিএ’র অধীনে। আর গত ১৯ বছর ধরে গাজা অঞ্চল নিয়ন্ত্রণ করছে হামাস সংগঠন।

প্রসঙ্গত, মোহাম্মদ শাতায়েহ ১৯৫৮ সালে পশ্চিম তীরের নাবলুস জেলার তেল শহরে জন্মগ্রহণ করেন। ব্যবসায় প্রশাসন এবং অর্থনীতিতে উচ্চতর ডিগ্রির পর যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাসেক্স থেকে অর্থনৈতিক উন্নয়নের ওপরও উচ্চতর ডিগ্রি অর্জন করেন তিনি।

ইউনিভার্সিটি অব সাসেক্স উচ্চতর ডিগ্রি নেয়ার পর এ বিশ্ববিদ্যালয়েই ১৯৮৯ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত অর্থনীতি বিভাগে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ শাতায়েহ।

১৯৯৫ সালে ফিলিস্তিনের নির্বাচন কমিশনের সেক্রেটারি দায়িত্ব নিয়ে ১৯৯৮ সাল পর্যন্ত পালন করেন। এরপর ২০০৫ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত দেশটির সরকারের কর্মসংস্থা ও আবাসনবিষয়ক মন্ত্রী ছিলেন মোহাম্মদ শাতায়েহ।