০৯:৩৩ পূর্বাহ্ন, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ইসরায়েল না থাকলে কোনও ইহুদি নিরাপদ নয়: বাইডেন

নিজেকে একজন ইহুদিবাদী দাবি করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, জায়োনিস্ট বা ইহুদিবাদী হওয়ার জন্য কারও ইহুদি হওয়ার দরকার নেই। এসময় ইসরায়েল না থাকলে পৃথিবীর কোনও ইহুদী নিরাপদ থাকবে না বলেও মন্তব্য করেন তিনি। খবর আনাদোলু।

এক প্রতিবেদনে বার্তা সংস্থাটি জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন নিজেকে একজন ইহুদিবাদী হিসেবে পুনর্ব্যক্ত করে বলেছেন, ইসরায়েলকে অবশ্যই ইসরায়েলি ও ফিলিস্তিনিদের শান্তি ও নিরাপত্তা দেয়ার সুযোগের সদ্ব্যবহার করতে হবে।

স্থানীয় সময় সোমবার (২৬ ফেব্রুয়ারি) গভীর রাতে মার্কিন টেলিভিশন এনবিসি-তে ‘লেট নাইট উইথ সেথ মেয়ার্স’ অনুষ্ঠানে উপস্থিতি হয়ে জো বাইডেন বলেন, ‘জায়োনিস্ট বা ইহুদিবাদী হওয়ার জন্য আপনার ইহুদি হওয়ার দরকার নেই। আমি একজন ইহুদিবাদী। ইসরায়েল না থাকলে পৃথিবীতে একজন ইহুদিও নিরাপদ থাকতে পারবে না।’

তিনি বলেন, ‘কিন্তু এখানে একটি বিষয় আছে। তাদেরকে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের জন্য শান্তি ও নিরাপত্তার সুযোগের সদ্ব্যবহার করতে হবে, যারা হামাসের হাতে গুটির মতো ব্যবহৃত হচ্ছে।’

মার্কিন ডেমোক্র্যাটিক এই প্রেসিডেন্ট জানান, এ বিষয়ে একটি প্রক্রিয়া চলছে। আমি মনে করি, যদি আমরা সেই অস্থায়ী যুদ্ধবিরতিটি অর্জন করতে পারি, তাহলে আমরা এমন একটি দিকে যেতে সক্ষম হব যেখানে গতিশীল পরিবর্তনের মাধ্যমে দ্বি-রাষ্ট্র সমাধান মেনে আমরা ইসরায়েলের নিরাপত্তা এবং ফিলিস্তিনিদের স্বাধীনতার নিশ্চয়তা দিতে পারব।

রাফাহতে সম্ভাব্য ইসরায়েলি অভিযানের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলিরা ‘আমার কাছে একটি প্রতিশ্রুতি দিয়েছিল যে, তারা সেখানে যাওয়ার আগে রাফাহ থেকে উল্লেখযোগ্য সংখ্যক মানুষকে সরিয়ে নেবে। পরে বাকি অংশগুলোতে হামাস সদস্যদের খুঁজতে অভিযান চালাবে।’। ইসরায়েলের পক্ষে বিশ্বের সংখ্যাগরিষ্ঠ দেশের অপ্রতিরোধ্য সমর্থন রয়েছে উল্লেখ করে বাইডেন বলেন, ‘যদি এটি (নিরীহ মানুষ নিহত হওয়া) চলতেই থাকে, তবে তারা বিশ্বজুড়ে সমর্থন হারাবে। যা ইসরায়েলের স্বার্থে ভালো কিছু নয়।’

ইসরায়েল না থাকলে কোনও ইহুদি নিরাপদ নয়: বাইডেন

আপডেট : ০৮:১৭:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪

নিজেকে একজন ইহুদিবাদী দাবি করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, জায়োনিস্ট বা ইহুদিবাদী হওয়ার জন্য কারও ইহুদি হওয়ার দরকার নেই। এসময় ইসরায়েল না থাকলে পৃথিবীর কোনও ইহুদী নিরাপদ থাকবে না বলেও মন্তব্য করেন তিনি। খবর আনাদোলু।

এক প্রতিবেদনে বার্তা সংস্থাটি জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন নিজেকে একজন ইহুদিবাদী হিসেবে পুনর্ব্যক্ত করে বলেছেন, ইসরায়েলকে অবশ্যই ইসরায়েলি ও ফিলিস্তিনিদের শান্তি ও নিরাপত্তা দেয়ার সুযোগের সদ্ব্যবহার করতে হবে।

স্থানীয় সময় সোমবার (২৬ ফেব্রুয়ারি) গভীর রাতে মার্কিন টেলিভিশন এনবিসি-তে ‘লেট নাইট উইথ সেথ মেয়ার্স’ অনুষ্ঠানে উপস্থিতি হয়ে জো বাইডেন বলেন, ‘জায়োনিস্ট বা ইহুদিবাদী হওয়ার জন্য আপনার ইহুদি হওয়ার দরকার নেই। আমি একজন ইহুদিবাদী। ইসরায়েল না থাকলে পৃথিবীতে একজন ইহুদিও নিরাপদ থাকতে পারবে না।’

তিনি বলেন, ‘কিন্তু এখানে একটি বিষয় আছে। তাদেরকে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের জন্য শান্তি ও নিরাপত্তার সুযোগের সদ্ব্যবহার করতে হবে, যারা হামাসের হাতে গুটির মতো ব্যবহৃত হচ্ছে।’

মার্কিন ডেমোক্র্যাটিক এই প্রেসিডেন্ট জানান, এ বিষয়ে একটি প্রক্রিয়া চলছে। আমি মনে করি, যদি আমরা সেই অস্থায়ী যুদ্ধবিরতিটি অর্জন করতে পারি, তাহলে আমরা এমন একটি দিকে যেতে সক্ষম হব যেখানে গতিশীল পরিবর্তনের মাধ্যমে দ্বি-রাষ্ট্র সমাধান মেনে আমরা ইসরায়েলের নিরাপত্তা এবং ফিলিস্তিনিদের স্বাধীনতার নিশ্চয়তা দিতে পারব।

রাফাহতে সম্ভাব্য ইসরায়েলি অভিযানের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলিরা ‘আমার কাছে একটি প্রতিশ্রুতি দিয়েছিল যে, তারা সেখানে যাওয়ার আগে রাফাহ থেকে উল্লেখযোগ্য সংখ্যক মানুষকে সরিয়ে নেবে। পরে বাকি অংশগুলোতে হামাস সদস্যদের খুঁজতে অভিযান চালাবে।’। ইসরায়েলের পক্ষে বিশ্বের সংখ্যাগরিষ্ঠ দেশের অপ্রতিরোধ্য সমর্থন রয়েছে উল্লেখ করে বাইডেন বলেন, ‘যদি এটি (নিরীহ মানুষ নিহত হওয়া) চলতেই থাকে, তবে তারা বিশ্বজুড়ে সমর্থন হারাবে। যা ইসরায়েলের স্বার্থে ভালো কিছু নয়।’