ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

গাজায় ২৫ হাজার নারী ও শিশু হত্যা করেছে ইসরায়েল

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৫৮:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪
  • / ৪৬৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজায় ২৫ হাজারেরও বেশি নারী ও শিশু হত্যা করেছে ইসরায়েল। গতকাল বৃহস্পতিবার প্রতিনিধি পরিষদে এ তথ্য জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানা যায়, গাজায় ইসরায়েলের হামলায় নিহত নারী ও শিশুদের সংখ্যা নিয়ে বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের হাউস আর্মড সার্ভিসেস কমিটির শুনানি অনুষ্ঠিত হয়। ওই শুনানিতে লয়েড অস্টিন বলেন, ‘সংখ্যাটা ২৫ হাজারের বেশি’।

গেল বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। এতে ১ হাজার ২০০ জন নিহত হন বলে জানায় ইসরায়েল। এছাড়া ইসরায়েল থেকে প্রায় ২৪০ জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস সদস্যরা। এরপর থেকে গাজা উপত্যকায় হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।

গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় গত পাঁচ মাসে ৩০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছে ৭০ হাজারের বেশি মানুষ।

এদিকে গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে একটি ত্রাণ বিতরণ পয়েন্টে লাইনে দাঁড়িয়ে থাকা ফিলিস্তিনিদের ওপর বর্বরোচিত হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ত্রাণ সহায়তার জন্য অপেক্ষমাণ ওই ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সেনাদের গুলিতে অন্তত ১১২ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে সাত শতাধিক ফিলিস্তিনি।

নিউজটি শেয়ার করুন

গাজায় ২৫ হাজার নারী ও শিশু হত্যা করেছে ইসরায়েল

আপডেট সময় : ০৭:৫৮:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজায় ২৫ হাজারেরও বেশি নারী ও শিশু হত্যা করেছে ইসরায়েল। গতকাল বৃহস্পতিবার প্রতিনিধি পরিষদে এ তথ্য জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানা যায়, গাজায় ইসরায়েলের হামলায় নিহত নারী ও শিশুদের সংখ্যা নিয়ে বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের হাউস আর্মড সার্ভিসেস কমিটির শুনানি অনুষ্ঠিত হয়। ওই শুনানিতে লয়েড অস্টিন বলেন, ‘সংখ্যাটা ২৫ হাজারের বেশি’।

গেল বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। এতে ১ হাজার ২০০ জন নিহত হন বলে জানায় ইসরায়েল। এছাড়া ইসরায়েল থেকে প্রায় ২৪০ জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস সদস্যরা। এরপর থেকে গাজা উপত্যকায় হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।

গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় গত পাঁচ মাসে ৩০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছে ৭০ হাজারের বেশি মানুষ।

এদিকে গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে একটি ত্রাণ বিতরণ পয়েন্টে লাইনে দাঁড়িয়ে থাকা ফিলিস্তিনিদের ওপর বর্বরোচিত হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ত্রাণ সহায়তার জন্য অপেক্ষমাণ ওই ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সেনাদের গুলিতে অন্তত ১১২ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে সাত শতাধিক ফিলিস্তিনি।