বিএনপি-জামাতের ষড়যন্ত্র সফল হবে না: কাদের

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৪:১৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩
- / ৬৮১ বার পড়া হয়েছে

বিশ্বব্যাপি শেখ হাসিনার জনপ্রিয়তা ও শক্তিধর দেশগুলোর নেতাদের কাছে গ্রহণ যোগ্যতায় বিএনপির- জামায়াতের গাত্রদাহ হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ বুধবার, গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে বাংলাদেশের এগিয়ে যাওয়াই বিএনপির জন্য হতাশা।
ফ্রান্সের প্রেসিডেন্টের বাংলাদেশ সফর নিয়ে বিএনপি নেতারা জনগণকে বিভ্রান্ত করতে মিথ্যাচার করছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সরকারের উন্নয়ন অগ্রগতি নিয়েও তাদের গাত্রদাহ হচ্ছে।
ওবায়দুল কাদের বলেন, জনগণ এখন ঐক্যবদ্ধ। বিএনপি-জামাতের কোনো ষড়যন্ত্রই সফল হবে না।