ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সিটির মাঠে এগিয়ে থেকেও ইউনাইটেডের হার

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৬:০০:৫৩ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪
  • / ৩৯৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম দ্বৈরথ ম্যানচেস্টার ডার্বি। এক শহরের দুই প্রভাবশালী দল ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যাচেস্টার সিটির ম্যাচ দেখতে মুখিয়ে থাকেন ম্যানচেস্টার শহরের বাসিন্দারা। গতকাল রাতে মুখোমুখি হয়েছিল সিটি ও ইউনাইটেড। ম্যাচে শুরুতে এগিয়ে থেতেও হেরে মাঠ ছেড়েছে ইউনাইটেড।

রোববার (৩ মার্চ) রাতে সিটির ঘরের মাঠ সিটি অফ ম্যানচেস্টার স্টেডিয়ামে ফোডেনের জোড়া গোলে ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়েছে সিটি। ম্যাচের শুরুতেই ৮ মিনিটের মাথায় রাশফোর্ডের দুর্দান্ত গোলে লিড নেয় ইউনাইটেড। ম্যাচের ১৪ মিনিটে ফোডেনের শট ঠেকিয়ে সে যাত্রায় ইউনাইটেডকে রক্ষা করেন ওনানা।

এরপর একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পাচ্ছিলো না ম্যানচেস্টার সিটি। ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় তারা। বিরতি থেকে ফিরেই ফোডেনের গোলে সমতায় ফেরে সিটি। ম্যাচের ৫৬ তম মিনিটে রদ্রির বাড়ানো বল পেয়ে বক্সের বাইরে থেকে বাম পায়ের জোরালো শটে বল জালে জড়ান তিনি।

ম্যাচের ৮০ মিনিটে দ্বিতীয় বারের মতো জালের দেখা পান ফোডেন। আলভারেজের থেকে পাওয়া বল বক্সের বাম পাশ থেকে বাম পায়ের জোরালো শটে নিজের দ্বিতীয় গোলটি করেন ফোডেন। শেষ দিকে যোগ করা অতিরিক্ত সময়ে হল্যান্ডের গোলে জয় নিশ্চিত হয়ে যায় সিটির

পুরো ম্যাচের ৭৪ শতাংশ বল ছিলো সিটির দখলে। ম্যাচ জুড়ে সিটি গোল মুখে শট নেয় ২৭টি, যেখানে অন টার্গেট শট ছিলো ৮টি। এই জয়ে ২৭ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে টেবিলের ২য় স্থানে ম্যানচেস্টার সিটি। শীর্ষে থাকা লিভারপুলের সাথে তাদের পয়েন্ট ব্যবধান এখন মাত্র এক পয়েন্টের। অন্যদিকে ম্যানইউ ২৭ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে আছে ৬ নম্বরে।

নিউজটি শেয়ার করুন

সিটির মাঠে এগিয়ে থেকেও ইউনাইটেডের হার

আপডেট সময় : ০৬:০০:৫৩ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪

ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম দ্বৈরথ ম্যানচেস্টার ডার্বি। এক শহরের দুই প্রভাবশালী দল ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যাচেস্টার সিটির ম্যাচ দেখতে মুখিয়ে থাকেন ম্যানচেস্টার শহরের বাসিন্দারা। গতকাল রাতে মুখোমুখি হয়েছিল সিটি ও ইউনাইটেড। ম্যাচে শুরুতে এগিয়ে থেতেও হেরে মাঠ ছেড়েছে ইউনাইটেড।

রোববার (৩ মার্চ) রাতে সিটির ঘরের মাঠ সিটি অফ ম্যানচেস্টার স্টেডিয়ামে ফোডেনের জোড়া গোলে ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়েছে সিটি। ম্যাচের শুরুতেই ৮ মিনিটের মাথায় রাশফোর্ডের দুর্দান্ত গোলে লিড নেয় ইউনাইটেড। ম্যাচের ১৪ মিনিটে ফোডেনের শট ঠেকিয়ে সে যাত্রায় ইউনাইটেডকে রক্ষা করেন ওনানা।

এরপর একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পাচ্ছিলো না ম্যানচেস্টার সিটি। ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় তারা। বিরতি থেকে ফিরেই ফোডেনের গোলে সমতায় ফেরে সিটি। ম্যাচের ৫৬ তম মিনিটে রদ্রির বাড়ানো বল পেয়ে বক্সের বাইরে থেকে বাম পায়ের জোরালো শটে বল জালে জড়ান তিনি।

ম্যাচের ৮০ মিনিটে দ্বিতীয় বারের মতো জালের দেখা পান ফোডেন। আলভারেজের থেকে পাওয়া বল বক্সের বাম পাশ থেকে বাম পায়ের জোরালো শটে নিজের দ্বিতীয় গোলটি করেন ফোডেন। শেষ দিকে যোগ করা অতিরিক্ত সময়ে হল্যান্ডের গোলে জয় নিশ্চিত হয়ে যায় সিটির

পুরো ম্যাচের ৭৪ শতাংশ বল ছিলো সিটির দখলে। ম্যাচ জুড়ে সিটি গোল মুখে শট নেয় ২৭টি, যেখানে অন টার্গেট শট ছিলো ৮টি। এই জয়ে ২৭ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে টেবিলের ২য় স্থানে ম্যানচেস্টার সিটি। শীর্ষে থাকা লিভারপুলের সাথে তাদের পয়েন্ট ব্যবধান এখন মাত্র এক পয়েন্টের। অন্যদিকে ম্যানইউ ২৭ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে আছে ৬ নম্বরে।