ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

গাজায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ছাড়াল ৩০ হাজার ৫০০

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৬:২৩:১৫ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪
  • / ৪০৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টানা প্রায় ৫ মাস ধরে ফিলিস্তিনের গাজায় বর্বর হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। রোববার উত্তরাঞ্চলে ইসরাইলের বিমান হামলায় ২০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা পৌঁছেছে ৩০ হাজার ৫৩৪ জনে; সেই সঙ্গে আহত হয়েছেন মোট ৭১ হাজার ৯৮০ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণে উপত্যকায় ১২৪ জনের প্রাণহানি ঘটেছে। সোমবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

এদিকে, মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে গাজাবাসী। হাসপাতালগুলোতে শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে। ইউনিসেফ জানিয়েছে, গাজার কামাল আদওয়ান হাসপাতালে অপুষ্টিজনিত কারণে ১৫ শিশু মারা গেছে। তারা আশঙ্কা করছে অন্যান্য হাসপাতালে এই সংখ্যা আরও বেশি হতে পারে।

গাজার দক্ষিণাঞ্চলের দেইর এল-বালাহতে খাবারের জন্য অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর আবারও হামলা চালিয়েছে ইসরাইল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শহরটির কুয়েতি গোলচত্বরের কাছে সাহায্যপ্রার্থীদের ওপর ভয়াবহ গণহত্যা চালিয়েছে ইসরাইল। এতে বহু মানুষ নিহত হয়েছে।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরায়েলের ইরেজ সীমান্তে অতর্কিত হামলা চালিয়ে সামরিক-বেসামরিক ইসরায়েলি ও বিদেশি নাগরিকসহ ১ হাজার ২০০ জনেরও বেশি মানুষকে হত্যা করে গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা। সেই সঙ্গে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় আরও ২৪০ জন ইসরায়েলি এবং অন্যান্য দেশের নাগরিককে।

১৯৪৮ সালে প্রতিষ্ঠার পর গত ৭৫ বছরের ইতিহাসে সেদিন প্রথম একদিনে এতজন মানুষের হত্যা দেখেছে ইসরায়েল। অভূতপূর্ব সেই হামলার জবাবে সেদিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী এবং তার এক সপ্তাহ পর বিমান বাহিনীর সঙ্গে যোগ দেয় স্থল বাহিনীও।

সেই অভিযানেই নিহত হয়েছেন এই ২৬ হাজার ৮৩ জন। নিহতদের একটি বড় অংশই নারী,শিশু,কিশোর-কিশোরী এবং বেসামরিক লোকজন।

তবে হামাস গাজায় স্থায়ী যুদ্ধবিরতি চাইছে। অন্যদিকে যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলে আসছেন, হামাসকে সম্পূর্ণ নিষ্ক্রিয় করার আগ পর্যন্ত গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান বন্ধ হবে না। সূত্র : এএফপি, আল আরাবিয়া

নিউজটি শেয়ার করুন

গাজায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ছাড়াল ৩০ হাজার ৫০০

আপডেট সময় : ০৬:২৩:১৫ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪

টানা প্রায় ৫ মাস ধরে ফিলিস্তিনের গাজায় বর্বর হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। রোববার উত্তরাঞ্চলে ইসরাইলের বিমান হামলায় ২০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা পৌঁছেছে ৩০ হাজার ৫৩৪ জনে; সেই সঙ্গে আহত হয়েছেন মোট ৭১ হাজার ৯৮০ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণে উপত্যকায় ১২৪ জনের প্রাণহানি ঘটেছে। সোমবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

এদিকে, মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে গাজাবাসী। হাসপাতালগুলোতে শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে। ইউনিসেফ জানিয়েছে, গাজার কামাল আদওয়ান হাসপাতালে অপুষ্টিজনিত কারণে ১৫ শিশু মারা গেছে। তারা আশঙ্কা করছে অন্যান্য হাসপাতালে এই সংখ্যা আরও বেশি হতে পারে।

গাজার দক্ষিণাঞ্চলের দেইর এল-বালাহতে খাবারের জন্য অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর আবারও হামলা চালিয়েছে ইসরাইল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শহরটির কুয়েতি গোলচত্বরের কাছে সাহায্যপ্রার্থীদের ওপর ভয়াবহ গণহত্যা চালিয়েছে ইসরাইল। এতে বহু মানুষ নিহত হয়েছে।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরায়েলের ইরেজ সীমান্তে অতর্কিত হামলা চালিয়ে সামরিক-বেসামরিক ইসরায়েলি ও বিদেশি নাগরিকসহ ১ হাজার ২০০ জনেরও বেশি মানুষকে হত্যা করে গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা। সেই সঙ্গে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় আরও ২৪০ জন ইসরায়েলি এবং অন্যান্য দেশের নাগরিককে।

১৯৪৮ সালে প্রতিষ্ঠার পর গত ৭৫ বছরের ইতিহাসে সেদিন প্রথম একদিনে এতজন মানুষের হত্যা দেখেছে ইসরায়েল। অভূতপূর্ব সেই হামলার জবাবে সেদিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী এবং তার এক সপ্তাহ পর বিমান বাহিনীর সঙ্গে যোগ দেয় স্থল বাহিনীও।

সেই অভিযানেই নিহত হয়েছেন এই ২৬ হাজার ৮৩ জন। নিহতদের একটি বড় অংশই নারী,শিশু,কিশোর-কিশোরী এবং বেসামরিক লোকজন।

তবে হামাস গাজায় স্থায়ী যুদ্ধবিরতি চাইছে। অন্যদিকে যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলে আসছেন, হামাসকে সম্পূর্ণ নিষ্ক্রিয় করার আগ পর্যন্ত গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান বন্ধ হবে না। সূত্র : এএফপি, আল আরাবিয়া