রেলের জমি উদ্ধারে ডিসিদের সহযোগিতা চাওয়া হয়েছে: রেলমন্ত্রী
- আপডেট সময় : ০৭:০৮:১৩ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪
- / ৪০৬ বার পড়া হয়েছে
রেলের জমি থেকে অবৈধ দখল উচ্ছেদ, রেল ক্রসিংগুলো সঠিকভাবে পরিচালনায় জেলা প্রশাসকদের সহযোগিতা চেয়েছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। এছাড়া পরিবেশ ও জনবান্ধব রেল জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়েছেন তিনি।
সোমবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে রেলমন্ত্রী জিল্লুল হাকিম এ নির্দেশনা দিয়েছেন।
এসময় রেলমন্ত্রী বলেন, ‘পরিবেশ ও জনবান্ধব রেল জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে হবে। যাত্রীসেবার মান বৃদ্ধি করা হবে। ট্রেনের সংখ্যা আরো বাড়ানো হবে। এজন্য বগি সংস্কার কাজ চলছে।’
রেলমন্ত্রী জিল্লুল হাকিম সাংবাদিকদের জানান, জেলা প্রশাসকরা সাতটি প্রস্তাবনা দিয়েছেন। দুটি প্রস্তাব দিয়েছেন ময়মনসিংহের জেলা প্রশাসক। রেলক্রসিংয়ের জন্যে ময়মনসিংহ শহরে মাঝে যানজট হচ্ছে। সেখানে ফ্লাইওভার করতে হলে সড়ক বিভাগের সঙ্গে সমন্বয় করতে হবে। আমরা করবো নাকি সড়ক করবে এ ব্যাপারে আলোচনা হয়েছে।
এদিকে, জেলা প্রশাসক সম্মেলনে সড়ক পরিবহন সচিব এবিএম আমিন উল্লাহ নূরী বলেছেন, ‘সামনে ঈদে ঘরমুখো মানুষ যেন যানজট মুক্তভাবে বাড়ি যেতে পারে এজন্য জেলা প্রশাসকদের সহায়তা চাওয়া হয়েছে। এ জন্য সারাদেশের শতাধিক যানজট প্রবণ স্পট আছে। সেগুলোতে যেন যানজট না হয় সেদিকে নজর দিতে বলা হয়েছে ডিসিদের। সড়ক নিরাপদ করা মাসে দুইবার জেলা পর্যায়ে সড়ক নিরাপত্তা সংক্রান্ত কমিটির বৈঠক অনুষ্ঠানের নির্দেশনা দেওয়া হয়েছে। কোথায় বেশি দুর্ঘটনা হয়, কেন হয় এ সংক্রান্ত রিপোর্ট জানাতে হবে। কেন না দুর্ঘটনা বাড়ছে।’
সচিব বলেন, ‘সাড়াদেশে সড়কের ৮৯ ভাগ রাস্তা ভালো আছে। যেখানে সংস্কার করা প্রয়োজন সেখানে সংস্কার করা হবে।’
সেতু সচিব মঞ্জুর হোসেন বলেন, ‘চার জায়গায় ব্রিজ বরগুনা থেকে বেতাগী সেতু, কক্সবাজার মহেশখালী, জামালপুরের বালাশি ঘাট, পাটুরিয়া থেকে গোয়ালন্দ ব্রিজের কথা বলেছে ডিসিরা।’