স্ত্রী প্রিয়ার পাশে সমাহিত নির্মাতা সোহান
- আপডেট সময় : ০৬:০৯:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩
- / ৫৬৪ বার পড়া হয়েছে
‘কেয়ামত থেকে কেয়ামত’খ্যাত পরিচালক সোহানুর রহমান সোহান আর নেই। স্ত্রী প্রিয়া রহমানের মৃত্যুর ২৪ ঘণ্টা না পেরোতেই মৃত্যুবরণ করেন তিনিও। আজ সকালে টাঙ্গাইলে স্ত্রীর কবরের পাশে সমাহিত করা হয়েছে তাঁকে। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক খন্দকার সুমন।
জানা গেছে, টাঙ্গাইলে পুরাতন বাস স্ট্যান্ড মসজিদে নির্মাতা সোহানের জানাজা অনুষ্ঠিত হয়। তারপর টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে স্ত্রীর কবরের পাশে তাঁর দাফন সম্পন্ন করা হয়।
রোমান্টিক সিনেমার নির্মাতা হিসেবে বিশেষভাবে পরিচিত ছিলেন সোহানুর রহমান সোহান। তাঁর ‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্র দিয়ে সালমান শাহ ও মৌসুমীকে পান দর্শক। এমনকি শাকিব খানের মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ‘অনন্ত ভালবাসা’র নির্মাতাও তিনি। তাছাড়া এ নির্মাতার হাত ধরেই চলচ্চিত্রে আসেন পপি ও ইরিন জামান।
সোহানুর রহমান সোহানের কর্মজীবনের শুরু শিবলি সাদিকের সহকারী পরিচালক হিসেবে। তাঁর পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘বিশ্বাস অবিশ্বাস’ (১৯৮৮)। এছাড়া এ পরিচালকের উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো ‘কেয়ামত থেকে কেয়ামত’ (১৯৯৩), ‘স্বজন’ (১৯৯৬), ‘আমার ঘর আমার বেহেশত’, ‘অনন্ত ভালবাসা’ (১৯৯৯) ইত্যাদি।
প্রসঙ্গত, ১৯৫৯ সালের ১৫ অক্টোবর বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ীতে জন্মগ্রহণ করেন সোহানুর রহমান সোহান। বগুড়া, জয়পুরহাটে স্কুল ও কলেজজীবন শেষে ঢাকায় আসেন তিনি। অন্যদিকে, তাঁর শ্বশুরবাড়ি টাঙ্গাইল সদরের রেজিস্ট্রি পাড়ায়, সে হিসেবেই তাঁকে স্ত্রী প্রিয়ার কবরের পাশে সমাহিত করা হয়।