বায়ার্নকে শেষ আটে তুললেন হ্যারি কেইন
- আপডেট সময় : ০৫:৫৮:৪০ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪
- / ৩৯৭ বার পড়া হয়েছে
দীর্ঘ ১৪ বছর ধরে ইউরোপের ফুটবল মাতিয়ে আসছেন, জাতীয় দলের অধিনায়কও, তারপরও শিরোপা কী জিনিস তা ছুঁয়েও দেখতে পারেননি ইংলিশ তারকা হ্যারি কেইন। ভাগ্য বদলের আশা নিয়ে ইংল্যান্ডে তাঁর ক্লাব টটেনহ্যাম থেকে ক্লাব ফুটবলের অন্যতম সেরা দল জার্মানির বায়ার্ন মিউনিখে পাড়ি জমিয়েছিলেন।
কিন্তু জার্মানির বুন্দেসলিগাকে নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলা, গত এক দশকের বেশি সময়ে প্রতি মৌসুমে কোনো না কোনো শিরোপা জেতা বায়ার্নে কেইন যোগ দেওয়ার পর এবার শিরোপা জ্বতা নিয়ে শঙ্কায়। কাপ থেকে বাদ পড়েছে, সুপারকাপে হয়েছে রানার্সআপ, লিগেও লেভারকুসেনের চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে দুই নম্বরে…কেইন যেন সেই অভাগা, যিনি গেলে সাগরও শুকিয়ে যায়!
তবে শুধু চ্যাম্পিয়নস লিগেই এখনো শিরোপার সম্ভাবনাটা জোরাল বায়ার্নের। আর সে সম্ভাবনা বাঁচিয়ে রাখতে যা করার কেইনই করলেন কাল। তাঁর জোড়া গোলেই কাল লাৎসিওকে ঘরের মাঠে ৩-০ গোলে হারিয়েছে বায়ার্ন। উঠে গেছে কোয়ার্টার ফাইনালে। কেইন যেন সাগরে পানি ঢেলে প্রমাণ করতে চাইলেন, তিনি অভাগা নন!
এই টুর্নামেন্টেও অবশ্য বায়ার্ন খাদের কিনারায় চলে গিয়েছিল। প্রথম লেগে যে ১-০ গোলে হেরেছিল বাভারিয়ানরা। এরপর আলিয়াঞ্জ অ্যারেনায় কাল শেষ ষোলোর ফিরতি লেগে ম্যাচের শুরুতে স্বাগতিকদের এগিয়ে নেন কেইন। ৩৮তম মিনিটে দুর্দান্ত এক হেডারে লাৎসিওর জালে বল জড়ান ইংলিশ তারকা। আর তাতেই আনন্দে ভেসে উঠে শুরু থেকে নিশ্চুপ থাকা দর্শকরা।
প্রথমার্ধের শেষ দিকে আরও এক গোল করে ব্যবধান দ্বিগুণ করেন থমাস মুলার। ২-০ গোলে লিড নেওয়া বায়ার্নকে দ্বিতীয়ার্ধে আবারো এগিয়ে নেন হ্যারি কেইন। নিজের জোড়া গোলে দলকে ৩-০ গোলের লিড এনে দেন ম্যাচের ৬৬তম মিনিটে।
জোড়া গোল করে নায়ক হওয়ার রাতে দারুণ এক কীর্তিও গড়েছেন হ্যারি কেইন। প্রথম ব্রিটিশ খেলোয়াড় হিসেবে উয়েফা আয়োজিত ক্লাব প্রতিযোগিতায় ন্যূনতম ৫০ গোলের মাইলফলক ছুঁয়েছেন কেইন।