ঢাকা ০১:৪২ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সরকার পরিকল্পিতভাবে সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে: ড. মঈন খান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:১৬:৫০ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪
  • / ৩৯৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, সরকার পরিকল্পিতভাবে সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। আর এ কারণেই দেশে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য রাজনৈতিক সহ-অবস্থান প্রয়োজন বলে দাবি করেন সাবেক এই মন্ত্রী।

বুধবার (৬ মার্চ) সকালে কারাগারে থাকা বিএনপির ভাইস-চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের বনানীর বাসভবনে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মিথ্যা, কাল্পনিক, গায়েবি, বানোয়াট মামলায় মেজর হাফিজকে কারাদণ্ড দেয়া হয়েছে। মঈন খান বলেন, মেজর হাফিজকে কারাদণ্ড দেয়ার মধ্য দিয়ে সরকার ও দেশের রাজনীতির অবক্ষয়ের বহিঃপ্রকাশ ঘটেছে। প্রতিহিংসার বশবর্তী হয়ে সরকার রাজনীতির অপসংস্কৃতি চালুর মধ্য দিয়ে এ ধরণের ঘটনা ঘটাচ্ছে।

বিএনপির এই নেতা বলেন, এই সরকার ক্ষমতায় থাকতে কোথায় নামতে পারে, তা দেখা গেছে হাফিজ উদ্দিন আহহমেদকে জেলে দেয়ার মাধ্যমে।

এর আগে রাজধানীর গুলশান থানার মামলায় দণ্ডিত বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অবসর) মো. হাফিজ উদ্দিন আহমেদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রেপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এ নির্দেশ দেন। সকালে আদালতে আত্মসমর্পণ পূর্বক জামিন চেয়ে আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১৪ ডিসেম্বর হাঁটুতে অস্ত্রোপচারের চিকিৎসার জন্য দুপুর আড়াইটার দিকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে রাজধানীর শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেন মেজর (অবসর) হাফিজ উদ্দিন আহমেদ। ভারতে চিকিৎসাধীন থাকাবস্থায় গত ২৮ ডিসেম্বর আদালত তার ২১ মাসের কারাদণ্ড দেন। পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেন। পরে গত ৩ মার্চ ভারতে চিকিৎসা শেষে দেশে ফেরেন তিনি।

নিউজটি শেয়ার করুন

সরকার পরিকল্পিতভাবে সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে: ড. মঈন খান

আপডেট সময় : ০৭:১৬:৫০ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, সরকার পরিকল্পিতভাবে সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। আর এ কারণেই দেশে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য রাজনৈতিক সহ-অবস্থান প্রয়োজন বলে দাবি করেন সাবেক এই মন্ত্রী।

বুধবার (৬ মার্চ) সকালে কারাগারে থাকা বিএনপির ভাইস-চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের বনানীর বাসভবনে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মিথ্যা, কাল্পনিক, গায়েবি, বানোয়াট মামলায় মেজর হাফিজকে কারাদণ্ড দেয়া হয়েছে। মঈন খান বলেন, মেজর হাফিজকে কারাদণ্ড দেয়ার মধ্য দিয়ে সরকার ও দেশের রাজনীতির অবক্ষয়ের বহিঃপ্রকাশ ঘটেছে। প্রতিহিংসার বশবর্তী হয়ে সরকার রাজনীতির অপসংস্কৃতি চালুর মধ্য দিয়ে এ ধরণের ঘটনা ঘটাচ্ছে।

বিএনপির এই নেতা বলেন, এই সরকার ক্ষমতায় থাকতে কোথায় নামতে পারে, তা দেখা গেছে হাফিজ উদ্দিন আহহমেদকে জেলে দেয়ার মাধ্যমে।

এর আগে রাজধানীর গুলশান থানার মামলায় দণ্ডিত বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অবসর) মো. হাফিজ উদ্দিন আহমেদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রেপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এ নির্দেশ দেন। সকালে আদালতে আত্মসমর্পণ পূর্বক জামিন চেয়ে আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১৪ ডিসেম্বর হাঁটুতে অস্ত্রোপচারের চিকিৎসার জন্য দুপুর আড়াইটার দিকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে রাজধানীর শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেন মেজর (অবসর) হাফিজ উদ্দিন আহমেদ। ভারতে চিকিৎসাধীন থাকাবস্থায় গত ২৮ ডিসেম্বর আদালত তার ২১ মাসের কারাদণ্ড দেন। পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেন। পরে গত ৩ মার্চ ভারতে চিকিৎসা শেষে দেশে ফেরেন তিনি।