ভারত থেকে এসেছে ১৪শ’ তিন মেট্রিক টন ছোলা
- আপডেট সময় : ০৪:১৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪
- / ৪১৪ বার পড়া হয়েছে
রমজান মাসে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ভারত থেকে এক সপ্তাহে আমদানি করা হয়েছে ১৪শ’ ৩ মেট্রিক টন ছোলা। আজ বৃহস্পতিবার (৭ই মার্চ ) এ তথ্য নিশ্চিত করেছেন বেনাপোল চেক পোস্ট উদ্ভিদ সংগ নিরোধ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা হেমন্ত কুমার সরকার।
তিনি জানান, পাঁচটি চালানের বিপরীতে সরকারি ও বেসরকারি পর্যায়ে গত এক সপ্তাহে ১ হাজার ৪০৩ মেট্রিক টন ছোলা আমদানি করা হয়েছে। এসব ছোলার গুণগত মান নির্ণয় করে তা ছাড়ও দেয়া হয়েছে। বেসরকারি ভাবে ছোলা আমদানির পাশাপাশি ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ – টিসিবি’র আওতায় চার হাজার মেট্রিক টন কাঁচা ছোলা আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এ পর্যন্ত টিসিবির মাধ্যমে সরকারি পর্যায়ে আমদানি করা হয়েছে ৪০০ মেট্রিক টন ছোলা এবং বেসরকারি পর্যায়ে ১ হাজার ৩ মেট্রিক টন কাঁচা ছোলা আমদানি করা হয়েছে। টিসিবির তত্ত্বাবধানে নিম্ন আয়ের মানুষের কাছে ভূর্তকি দিয়ে অর্ধেক দামে এ ছোলা বিক্রি করা হবে। বর্তমানে ছোলার বাজার দর প্রতি কেজিতে একশ টাকার বেশি থাকলেও টিসিবি তা খোলাবাজারে বিক্রি করবে ৫৫ টাকা প্রতি কেজি দরে।