সিলেকশনের মাধ্যমে নারী নেতৃত্বের কোনো দাম নেই: আমীর খসরু
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৪:২৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪
- / ৪৫২ বার পড়া হয়েছে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু রমাহমুদ চৌধুরী বলেছেন, সারাদেশে দখল আর ভয়ভীতির পরিবেশ চলছে। এই ভয়ের পরিবেশ দূর করতে না পারলে নাগরিক অধিকার ফিরে পাওয়া যাবে না।
শুক্রবার (৮ মার্চ) নারী দিবস উপলক্ষে রাজধানীতে মহিলা দলের শোভাযাত্রার আগে আমীর খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।
তিনি বলেন, নিসন্দেহে অনেকটা পথ পেরিয়েছে বাংলাদেশের নারীরা। দেশে নারী নেতৃত্বের বিকাশ ঘটে বেগম খালেদা জিয়ার রাজনীতিতে আসার মধ্য দিয়ে। সিলেকশনের মাধ্যমে নারী নেতৃত্ব তৈরির কোনো দাম নেই বলে মন্তব্য করেন তিনি।
সারাদেশে ভয়ভীতির পরিবেশ চলছে উল্লেখ করে তিনি বলেন, সারাদেশের ভোট দখল হয়ে গেছে, এখন আইনজীবীদের ভোটও দখল করতে হবে, ব্যবসায়িদের ভোট দখল করতে হবে। তবে পুলিশী বাধায় শোভাযাত্রা করতে পারেনি নারী দল।