ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

মিয়ানমারের শরণার্থী ফেরত পাঠাচ্ছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:৩৪:২১ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪
  • / ৪০৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মিয়ানমারে সামরিক বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর সংঘাতের জেরে সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নেয়া মানুষদের নিজ দেশে ফেরত পাঠাচ্ছে ভারতের সরকার। ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর থেকে শরণার্থীদের প্রথম ব্যাচটিকে ফেরত পাঠানো হয়েছে।

শুক্রবার মিয়ানমারের আট নাগরিককে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়। আগামী ১১ই মার্চের মধ্যে মোট ৭৭ জনকে ফেরত পাঠানোর কথা রয়েছে। যাদের মধ্যে ৫১ জন নারী ও ৫ জন শিশু।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় মণিপুরের মুখ্যমন্ত্রী এন. বীরেন সিং বলেছেন, মিয়ানমারের যেসব নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন, তাদের নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

তিনি আরও বলেন, ভারত ১৯৫১ সালের রেফিউজি কনভেনশনে স্বাক্ষরকারী দেশ নয়। কিন্তু তারপরও দীর্ঘদিন ধরে মানবিক বিবেচনায় মিয়ানমারের বিপদগ্রস্ত নাগরিকদের আশ্রয় ও সহায়তা দিয়ে আসছে ভারত।

ভারতের মিজোরাম, মণিপুর, অরুণাচল এবং নাগাল্যান্ড রাজ্যের সঙ্গে সীমান্ত রয়েছে মিয়ানমারের। সংঘাতের আঁচ থেকে সীমান্তবর্তী চার রাজ্যকে মুক্ত রাখতে গত ফেব্র“য়ারিতে মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠানোর ঘোষণা দিয়েছিল ভারতের কেন্দ্রীয় সরকার।

নিউজটি শেয়ার করুন

মিয়ানমারের শরণার্থী ফেরত পাঠাচ্ছে ভারত

আপডেট সময় : ০২:৩৪:২১ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪

মিয়ানমারে সামরিক বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর সংঘাতের জেরে সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নেয়া মানুষদের নিজ দেশে ফেরত পাঠাচ্ছে ভারতের সরকার। ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর থেকে শরণার্থীদের প্রথম ব্যাচটিকে ফেরত পাঠানো হয়েছে।

শুক্রবার মিয়ানমারের আট নাগরিককে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়। আগামী ১১ই মার্চের মধ্যে মোট ৭৭ জনকে ফেরত পাঠানোর কথা রয়েছে। যাদের মধ্যে ৫১ জন নারী ও ৫ জন শিশু।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় মণিপুরের মুখ্যমন্ত্রী এন. বীরেন সিং বলেছেন, মিয়ানমারের যেসব নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন, তাদের নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

তিনি আরও বলেন, ভারত ১৯৫১ সালের রেফিউজি কনভেনশনে স্বাক্ষরকারী দেশ নয়। কিন্তু তারপরও দীর্ঘদিন ধরে মানবিক বিবেচনায় মিয়ানমারের বিপদগ্রস্ত নাগরিকদের আশ্রয় ও সহায়তা দিয়ে আসছে ভারত।

ভারতের মিজোরাম, মণিপুর, অরুণাচল এবং নাগাল্যান্ড রাজ্যের সঙ্গে সীমান্ত রয়েছে মিয়ানমারের। সংঘাতের আঁচ থেকে সীমান্তবর্তী চার রাজ্যকে মুক্ত রাখতে গত ফেব্র“য়ারিতে মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠানোর ঘোষণা দিয়েছিল ভারতের কেন্দ্রীয় সরকার।