ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বন্ধ হবে কি সীমান্তে হত্যা, মাদক পণ্য পাচার?

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৫১:০৩ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪
  • / ৪১৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সীমান্তে হত্যা বন্ধ, নিরাপত্তা জোরদার, মাদক-পণ্য ও মানব পাচার রোধে সহযোগিতা জোরদারে একমত হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। ৫ দিনের সীমান্ত সম্মেলন শেষে যৌথ প্রেস ব্রিফিংয়ে এতথ্য জানান ২ বাহিনীর মহাপরিচালক।

শনিবার (৯ মার্চ) সকালে রাজধানী ঢাকার পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরের সম্মেলনকক্ষে বিজিবি-বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সংবাদ সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী জানান, সীমান্তের জনগণকে এই ব্যাপারে সচেতন করার কাজ করা হবে।

বিজিবি সদস্য হত্যার বিষয়ে মহাপরিচালক বলেন, ‘সীমান্তে বিজিবি সদস্যের নিহত হওয়ার ঘটনায় কোন দুরসন্ধি ছিল না। এটা শুধুমাত্র ভুল বোঝাবুঝি। অন্ধকার এবং অতিরিক্ত কুয়াশার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে। এই ব্যাপারে ভবিষ্যতে আমরা দুই পক্ষই সতর্ক থাকব।’

সীমান্তের অস্ত্রের পলিসি পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন বিএসএফ মহাপরিচালক নীতিন আগারওয়াল। তিনি বলেন, ‘শুধুমাত্র বাংলাদেশ সীমান্তে ভারত তার সীমান্ত ও অস্ত্র পলিসি পরিবর্তন করেছে। আমরা লিথিনিয়াম বুলেট ব্যবহার করি যাতে কোনো ধরণের হতাহত না হয়। আমরা চেষ্টা করি কোন সংঘাতে যাতে না জড়াই। কিন্তু মাদক ব্যবসায়ীরা আমাদের ওপর হামলা করলে প্রতিহত করতেই হয়।’

মিয়ানমার ইস্যুতে দুই দেশ একসাথে কাজ করবে বলেও সিদ্ধান্ত হয়েছে এ সম্মেলনে।

নিউজটি শেয়ার করুন

বন্ধ হবে কি সীমান্তে হত্যা, মাদক পণ্য পাচার?

আপডেট সময় : ০২:৫১:০৩ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪

সীমান্তে হত্যা বন্ধ, নিরাপত্তা জোরদার, মাদক-পণ্য ও মানব পাচার রোধে সহযোগিতা জোরদারে একমত হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। ৫ দিনের সীমান্ত সম্মেলন শেষে যৌথ প্রেস ব্রিফিংয়ে এতথ্য জানান ২ বাহিনীর মহাপরিচালক।

শনিবার (৯ মার্চ) সকালে রাজধানী ঢাকার পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরের সম্মেলনকক্ষে বিজিবি-বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সংবাদ সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী জানান, সীমান্তের জনগণকে এই ব্যাপারে সচেতন করার কাজ করা হবে।

বিজিবি সদস্য হত্যার বিষয়ে মহাপরিচালক বলেন, ‘সীমান্তে বিজিবি সদস্যের নিহত হওয়ার ঘটনায় কোন দুরসন্ধি ছিল না। এটা শুধুমাত্র ভুল বোঝাবুঝি। অন্ধকার এবং অতিরিক্ত কুয়াশার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে। এই ব্যাপারে ভবিষ্যতে আমরা দুই পক্ষই সতর্ক থাকব।’

সীমান্তের অস্ত্রের পলিসি পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন বিএসএফ মহাপরিচালক নীতিন আগারওয়াল। তিনি বলেন, ‘শুধুমাত্র বাংলাদেশ সীমান্তে ভারত তার সীমান্ত ও অস্ত্র পলিসি পরিবর্তন করেছে। আমরা লিথিনিয়াম বুলেট ব্যবহার করি যাতে কোনো ধরণের হতাহত না হয়। আমরা চেষ্টা করি কোন সংঘাতে যাতে না জড়াই। কিন্তু মাদক ব্যবসায়ীরা আমাদের ওপর হামলা করলে প্রতিহত করতেই হয়।’

মিয়ানমার ইস্যুতে দুই দেশ একসাথে কাজ করবে বলেও সিদ্ধান্ত হয়েছে এ সম্মেলনে।