ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

হাতির পিঠে চেপে জঙ্গল ঘুরলেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৮:১২:৪৬ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪
  • / ৪১১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হাতির পিঠে চেপে আসাম রাজ্যের কাজিরাঙা জাতীয় উদ্যান ঘুরে দেখেছেন। আজ শনিবার সকালে তিনি এ উদ্যানের কিছু অংশ জিপ গাড়িতে চড়েও ঘুরে দেখেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এবারই প্রথম কাজিরাঙা জাতীয় উদ্যান পরিদর্শনে এসেছেন নরেন্দ্র মোদি। উদ্যানের এক কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী প্রথমে কোহোরা রেঞ্জের মিহিমুখ এলাকায় হাতির পিঠে চড়েন। কিছু অংশ পরিদর্শনের পরে একই রেঞ্জের ভিতরে জিপে চড়ে ভ্রমণ করেন। এ সময় প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ছিলেন কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের পরিচালক সোনালী ঘোষ ও অন্যান্য ঊর্ধ্বতন বনকর্মকর্তারা।

ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে জওহরলাল নেহরু ১৯৫৭ সালে কাজিরাঙা সাফারি পার্ক পরিদর্শন করেছিলেন। এরপর ইন্দিরা গান্ধীও দুইবার কাজিরাঙা ভ্রমণ করেছিলেন। প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ১৯৮৮ সালে একবার কাজিরাঙায় গিয়েছিলেন। এরপর আজ প্রধানমন্ত্রী হিসেবে কাজিরাঙায় গেলেন নরেন্দ্র মোদি।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দুই দিনের সফরে উত্তর-পূর্ব ভারত গিয়েছেন নরেন্দ্র মোদি। গতকাল শুক্রবার তেজপুর বিমানবন্দর থেকে হেলিকপ্টারে চেপে তিনি পানবাড়ি যান। সেখান থেকে গাড়িতে চড়ে সড়কপথে কাজিরাঙায় পৌঁছান। কোহরা রেঞ্জের অতিথিশালায় রাত কাটানোর পর আজ শনিবার সকালে তিনি কাজিরাঙা জঙ্গল পরিদর্শনে বের হন।

কাজিরাঙা জঙ্গল পরিদর্শন শেষে আজ যোরহাটে ১৮ হাজার কোটি রুপির বিভিন্ন প্রকল্পের উদ্বোধন নরেন্দ্র মোদি। সেখানে একটি জনসভায় তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে। এরপর অরুণাচল সফরে যাওয়ার কথা রয়েছে নরেন্দ্র মোদির।

গতকাল আন্তর্জাতিক নারী দিবসে ভারতীয় নারীদের ‘উপহার’ হিসেবে রান্নায় ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের দাম কমানোর ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ দিন সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নরেন্দ্র মোদি লেখেন, ‘আজ নারী দিবসে আমাদের সরকার এলপিজি সিলিন্ডারের দাম ১০০ রুপি কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে সারা দেশের লাখ লাখ পরিবারের আর্থিক বোঝা লাঘব হবে। এতে আমাদের নারীরা বিশেষভাবে উপকৃত হবে।’

নিউজটি শেয়ার করুন

হাতির পিঠে চেপে জঙ্গল ঘুরলেন মোদি

আপডেট সময় : ০৮:১২:৪৬ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হাতির পিঠে চেপে আসাম রাজ্যের কাজিরাঙা জাতীয় উদ্যান ঘুরে দেখেছেন। আজ শনিবার সকালে তিনি এ উদ্যানের কিছু অংশ জিপ গাড়িতে চড়েও ঘুরে দেখেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এবারই প্রথম কাজিরাঙা জাতীয় উদ্যান পরিদর্শনে এসেছেন নরেন্দ্র মোদি। উদ্যানের এক কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী প্রথমে কোহোরা রেঞ্জের মিহিমুখ এলাকায় হাতির পিঠে চড়েন। কিছু অংশ পরিদর্শনের পরে একই রেঞ্জের ভিতরে জিপে চড়ে ভ্রমণ করেন। এ সময় প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ছিলেন কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের পরিচালক সোনালী ঘোষ ও অন্যান্য ঊর্ধ্বতন বনকর্মকর্তারা।

ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে জওহরলাল নেহরু ১৯৫৭ সালে কাজিরাঙা সাফারি পার্ক পরিদর্শন করেছিলেন। এরপর ইন্দিরা গান্ধীও দুইবার কাজিরাঙা ভ্রমণ করেছিলেন। প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ১৯৮৮ সালে একবার কাজিরাঙায় গিয়েছিলেন। এরপর আজ প্রধানমন্ত্রী হিসেবে কাজিরাঙায় গেলেন নরেন্দ্র মোদি।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দুই দিনের সফরে উত্তর-পূর্ব ভারত গিয়েছেন নরেন্দ্র মোদি। গতকাল শুক্রবার তেজপুর বিমানবন্দর থেকে হেলিকপ্টারে চেপে তিনি পানবাড়ি যান। সেখান থেকে গাড়িতে চড়ে সড়কপথে কাজিরাঙায় পৌঁছান। কোহরা রেঞ্জের অতিথিশালায় রাত কাটানোর পর আজ শনিবার সকালে তিনি কাজিরাঙা জঙ্গল পরিদর্শনে বের হন।

কাজিরাঙা জঙ্গল পরিদর্শন শেষে আজ যোরহাটে ১৮ হাজার কোটি রুপির বিভিন্ন প্রকল্পের উদ্বোধন নরেন্দ্র মোদি। সেখানে একটি জনসভায় তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে। এরপর অরুণাচল সফরে যাওয়ার কথা রয়েছে নরেন্দ্র মোদির।

গতকাল আন্তর্জাতিক নারী দিবসে ভারতীয় নারীদের ‘উপহার’ হিসেবে রান্নায় ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের দাম কমানোর ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ দিন সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নরেন্দ্র মোদি লেখেন, ‘আজ নারী দিবসে আমাদের সরকার এলপিজি সিলিন্ডারের দাম ১০০ রুপি কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে সারা দেশের লাখ লাখ পরিবারের আর্থিক বোঝা লাঘব হবে। এতে আমাদের নারীরা বিশেষভাবে উপকৃত হবে।’