১০:৫৫ পূর্বাহ্ন, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

‘বাজার অস্থিতিশীল হলে কাউকে ছাড় নয়’

আজ থেকেই বাজার মনিটরিং শুরু হচ্ছে জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, কোনোভাবেই তেলের দাম বেশি রাখা যাবে না। এছাড়া রমজানকে কেন্দ্র করে বাজার অস্থিতিশীল করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন মন্ত্রী।

রোববার (১০ মার্চ) সচিবালয়ে কৃষিপণ্য সরবরাহে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ এবং রাশিয়ার কৃষি মন্ত্রণালয়ের ‘প্রোডিনটর্গ’ এর সঙ্গে সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, বাজারে পর্যাপ্ত পরিমাণে পন্য আছে, রমজানে কোন ঘাটতি হবে না। আরও বলেন, কিছু ব্যবসায়ী রমজানকে কেন্দ্র করে বাজারে পণ্যের মূল্য বৃদ্ধির চেষ্টা করে, তাদের এ ধরনের কার্যক্রম না করার আহ্বান জানান তিনি।

এছাড়া রমজানে মন্ত্রিসভার অনুমোদন নিয়ে অত্যাবশ্যকীয় পণ্যের একটি পূর্ণাঙ্গ তালিকা করে দাম বেঁধে দেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী। ভারত থেকে ২ দিনের মধ্যে পেঁয়াজ চলে আসলে পেঁয়াজের দাম কমবে বলে জানান আহসানুল হক টিটু।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘ইউএইতে (সংযুক্ত আরব আমিরাত) দেখলাম ১৮টি অত্যাবশ্যকীয় পণ্যের রাষ্ট্রীয় সার্কুলার দিয়ে দিয়েছে, এই পণ্যগুলোর দাম কেউ এ মাসে (রমজান) বাড়াতে পারবে না। আমরা এবার হয়তো পারি নাই।

ইনশাআল্লাহ আমাদের সাপ্লাই চেইন ইম্প্রুভ করে পর্যাপ্ত পরিমাণে সরবরাহ ইম্প্রুভ করে আগামীতে কেবিনেটের অনুমোদন নিয়ে অত্যাবশ্যকীয় পণ্যের একটা কমপ্লিটলিস্ট তৈরি করবো। ওইভাবে এটার সাপ্লাই বাড়ানো এবং পণ্যের নির্ধারিত দাম আমরা যাতে ঠিক করতে পারি।’

‘বাজার অস্থিতিশীল হলে কাউকে ছাড় নয়’

আপডেট : ০১:২৬:৩১ অপরাহ্ন, রোববার, ১০ মার্চ ২০২৪

আজ থেকেই বাজার মনিটরিং শুরু হচ্ছে জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, কোনোভাবেই তেলের দাম বেশি রাখা যাবে না। এছাড়া রমজানকে কেন্দ্র করে বাজার অস্থিতিশীল করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন মন্ত্রী।

রোববার (১০ মার্চ) সচিবালয়ে কৃষিপণ্য সরবরাহে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ এবং রাশিয়ার কৃষি মন্ত্রণালয়ের ‘প্রোডিনটর্গ’ এর সঙ্গে সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, বাজারে পর্যাপ্ত পরিমাণে পন্য আছে, রমজানে কোন ঘাটতি হবে না। আরও বলেন, কিছু ব্যবসায়ী রমজানকে কেন্দ্র করে বাজারে পণ্যের মূল্য বৃদ্ধির চেষ্টা করে, তাদের এ ধরনের কার্যক্রম না করার আহ্বান জানান তিনি।

এছাড়া রমজানে মন্ত্রিসভার অনুমোদন নিয়ে অত্যাবশ্যকীয় পণ্যের একটি পূর্ণাঙ্গ তালিকা করে দাম বেঁধে দেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী। ভারত থেকে ২ দিনের মধ্যে পেঁয়াজ চলে আসলে পেঁয়াজের দাম কমবে বলে জানান আহসানুল হক টিটু।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘ইউএইতে (সংযুক্ত আরব আমিরাত) দেখলাম ১৮টি অত্যাবশ্যকীয় পণ্যের রাষ্ট্রীয় সার্কুলার দিয়ে দিয়েছে, এই পণ্যগুলোর দাম কেউ এ মাসে (রমজান) বাড়াতে পারবে না। আমরা এবার হয়তো পারি নাই।

ইনশাআল্লাহ আমাদের সাপ্লাই চেইন ইম্প্রুভ করে পর্যাপ্ত পরিমাণে সরবরাহ ইম্প্রুভ করে আগামীতে কেবিনেটের অনুমোদন নিয়ে অত্যাবশ্যকীয় পণ্যের একটা কমপ্লিটলিস্ট তৈরি করবো। ওইভাবে এটার সাপ্লাই বাড়ানো এবং পণ্যের নির্ধারিত দাম আমরা যাতে ঠিক করতে পারি।’