টিসিবির সেপ্টেম্বর মাসের পণ্য বিক্রি শুরু
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ১১:২৩:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩
- / ৫৬২ বার পড়া হয়েছে
সারাদেশে ১ কোটি ফ্যামিলি কার্ডধারীর মাঝে সেপ্টেম্বর মাসে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। আজ (বৃহস্পতিবার) সকালে, রাজধানীর খামারবাড়িতে এই কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এসময় তিনি বলেন, আগামী অক্টোবর থেকে টিসিবির পণ্য বিক্রির ক্ষেত্রে স্বল্প পরিসরে ডিজিটাল সেবায় চলে আসবেন ফ্যামিলি কার্ডধারীরা। জানুয়ারি থেকে পুরোপুরি চালু হবে ডিজিটাল সেবা।
তেল-চিনি-ডালের মতো পণ্যের দাম আন্তর্জাতিক বাজারে বাড়লে দেশের বাজারেও বাড়বে বলে জানান তিনি। তবে কোন কারণ ছাড়াই আলু ও পেঁয়াজের দাম বাড়ায় ক্ষোভ জানান বাণিজ্যমন্ত্রী।