দাড়ি, ঘাড় ও দাঁতের তিনটি বিশ্ব রেকর্ড!
- আপডেট সময় : ০২:১৪:০৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪
- / ৪০৭ বার পড়া হয়েছে
ইউক্রেনীয় এক ব্যক্তি তাঁর দাড়ি, ঘাড় ও দাঁতের শক্তি পরীক্ষায় তিনটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভেঙেছেন। দিমিত্রো হরুনস্কি নামের ওই ব্যক্তি একদিনেই তিনটি রেকর্ড ভেঙেছেন।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুসারে, দাড়ি দিয়ে সবচেয়ে ভারী যান টেনে প্রথম রেকর্ডটি ভাঙেন হরুনস্কি। দাড়ির সহায়তায় তিনি ২ হাজার ৫৮০ কেজি বা ৫ হাজার ৬৮৭ পাউন্ড ওজনের মিনিবাস সফলভাবে টানেন। এর আগের রেকর্ডটি ছিল ৪ হাজার ৩০৩ পাউন্ডের।
হরুনস্কি জানান, এই রেকর্ড গড়তে দাড়ি লম্বা করেছেন তিনি। পাশাপাশি দাড়ির শক্তি বাড়ানোর জন্য বিভিন্ন ব্রেডিং কৌশল নিয়ে পরীক্ষা করেছেন।
শক্তিশালী এই ব্যক্তি দিনের দ্বিতীয় রেকর্ডটি ভাঙেন ঘাড় দিয়ে সবচেয়ে ভারী গাড়ি টানার জন্য। তিনি ঘাড় দিয়ে ১৬ দশমিক ৪ ফুট দূরত্ব পর্যন্ত একটি ৭ হাজার ৭৬০ কেজি বা ১৭ হাজার ১০৭ পাউন্ডের ট্রাক টেনে নিয়ে যান। এর আগের ঘাড় দিয়ে টানা সবচেয়ে ভারী যানের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডটিও তাঁরই ছিল। তাই অনেকটা আত্মবিশ্বাসী ছিলেন বলে জানান হরুনস্কি।
এই বডি বিল্ডারের এদিনের শেষ রেকর্ডটি ছিল দাঁত দিয়ে সবচেয়ে বেশি গাড়ির টানার। প্রতিটি গাড়িকে ইঞ্জিন বন্ধ রেখে টেনে নিতে হয়েছিল। এভাবে দাঁত দিয়ে ৭টি গাড়ি নির্দিষ্ট দূরত্বে টেনে নিয়ে রেকর্ড ভাঙেন হরুনস্কি।
গিনেস রেকর্ডকে হরুনস্কি জানান, তিনি এই অর্জন তাঁর দেশ ইউক্রেন ও ইউক্রেনীয় সেনাদের প্রতি উৎসর্গ করছেন।