ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না: মঈন খান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৫৩:০২ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪
  • / ৩৯৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। আজ বুধবার রাজধানীর শাহজাহানপুরে সদ্য কারামুক্তিপ্রাপ্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনুর বাসায় তাঁকে দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

মঈন খান বলেন, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে। সাধারণ মানুষের ভোটের অধিকার নিশ্চিতের জন্য শান্তিপূর্ণভাবে আন্দোলন করেই এই সরকারের পতন ঘটানো হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন বলেন, গত বছরের ২৮ অক্টোবরের পর থেকে ২৬ হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রিমান্ডে ও কারাগারে তাঁদের নির্মম অত্যাচার করা হয়েছে।

বিএনপিকে রাজনীতি থেকে দূরে সরাতেই নেতা-কর্মীদের গ্রেপ্তার, নির্যাতন করা হচ্ছে বলে দাবি করেন বিএনপি নেতা মঈন। তিনি বলেন, এই সরকার বুলেট, বন্দুক ও গায়ের জোরে ক্ষমতায় এসেছে। ৭ জানুয়ারির নির্বাচনে মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ জানিয়ে ড. মঈন বলেন, সাধারণ মানুষের কথা সরকার ভাবে না বলেই দ্রব্যমূল্য আকাশচুম্বী। এ সময় আওয়ামী লীগ সরকারকে স্বৈরাচারী আখ্যা দেন মঈন খান। তিনি বলেন, নির্যাতন করে কোনো স্বৈরাচার পার পায়নি, এই সরকারও পাবে না।

তিনি বলেন, বন্দুক-বুলেটের জোরে দেশ চালাচ্ছে সরকার। ক্ষমতাসীনদের একদলীয় শাসন দেশকে ভয়াবহ পরিস্থিতির দিকে নিয়ে গেছে। জনগণের মুক্তির জন্য সরকারের বিদায় একমাত্র পথ বলেও মনে করেন বিএনপি’র নীতি নির্ধারক এই নেতা।

নিউজটি শেয়ার করুন

বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না: মঈন খান

আপডেট সময় : ০২:৫৩:০২ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪

বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। আজ বুধবার রাজধানীর শাহজাহানপুরে সদ্য কারামুক্তিপ্রাপ্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনুর বাসায় তাঁকে দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

মঈন খান বলেন, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে। সাধারণ মানুষের ভোটের অধিকার নিশ্চিতের জন্য শান্তিপূর্ণভাবে আন্দোলন করেই এই সরকারের পতন ঘটানো হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন বলেন, গত বছরের ২৮ অক্টোবরের পর থেকে ২৬ হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রিমান্ডে ও কারাগারে তাঁদের নির্মম অত্যাচার করা হয়েছে।

বিএনপিকে রাজনীতি থেকে দূরে সরাতেই নেতা-কর্মীদের গ্রেপ্তার, নির্যাতন করা হচ্ছে বলে দাবি করেন বিএনপি নেতা মঈন। তিনি বলেন, এই সরকার বুলেট, বন্দুক ও গায়ের জোরে ক্ষমতায় এসেছে। ৭ জানুয়ারির নির্বাচনে মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ জানিয়ে ড. মঈন বলেন, সাধারণ মানুষের কথা সরকার ভাবে না বলেই দ্রব্যমূল্য আকাশচুম্বী। এ সময় আওয়ামী লীগ সরকারকে স্বৈরাচারী আখ্যা দেন মঈন খান। তিনি বলেন, নির্যাতন করে কোনো স্বৈরাচার পার পায়নি, এই সরকারও পাবে না।

তিনি বলেন, বন্দুক-বুলেটের জোরে দেশ চালাচ্ছে সরকার। ক্ষমতাসীনদের একদলীয় শাসন দেশকে ভয়াবহ পরিস্থিতির দিকে নিয়ে গেছে। জনগণের মুক্তির জন্য সরকারের বিদায় একমাত্র পথ বলেও মনে করেন বিএনপি’র নীতি নির্ধারক এই নেতা।