ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

স্বাধীনতার ইতিহাস বদলে ফেলা হয়েছে: মেজর (অব.) হাফিজ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:০৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪
  • / ৩৯৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্বাধীনতার ইতিহাস বদলে ফেলা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (১৪ মার্চ) নয়াপল্টনে বিএনপি গঠিত স্বাধীনতা দিবস উদযাপন জাতীয় কমিটির এক সভা শেষে তিনি একথা বলেন।

হাফিজ বলেন, কবিতার মতো করে বদলে দেয়া হচ্ছে ইতিহাস। মুক্তিযুদ্ধের সূচনা কীভাবে হয়েছে তা বিকৃতি করছে আওয়ামী লীগ।

এসময় তিনি বলেন, গল্প-উপন্যাসের মত মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছে। একাত্তরে ৮০ হাজার মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিলেও অবৈধভাবে সুবিধা পাচ্ছেন আড়াই লাখ মুক্তিযোদ্ধা। ভুয়া মুক্তিযোদ্ধারা প্রকৃত মুক্তিযোদ্ধাদের জায়গা দখল করেছেন।

হাফিজ উদ্দিন আরও বলেন, জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দেশবাসীকে অনুপ্রাণিত করেছে, আর শাসকদল বলে দারোয়ান ঘণ্টা বাজিয়েছে। তিনি অন্য কমান্ডারদের মত ভারতে বসে থাকেননি।

তিনি আরও বলেন, স্বাধীনতা এবং স্বাধীনতা যুদ্ধের সকল কৃতিত্ব ছিনতাই করে বসে আছে এ সরকার। এখন শিশুদের মনে ধারণা দেয়া হচ্ছে জিয়াউর রহমান ছিলেন পাকিস্তানের চর। অথচ মুক্তিযুদ্ধে অসীম সাহসী ভূমিকা রেখেছেন তিনি।

বিএনপি মোটেও হতাশাগ্রস্ত দল না-এ কথা উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, বিগত নির্বাচন (দ্বাদশ সংসদ) তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হলে, দল আজ ক্ষমতায় থাকত।

তিনি বলেন, আমরা রাস্তায় নামতে পারি না, মহিলা দলকে রাস্তায় নামতে দেয়া হয় না এসব কথা জানিয়ে হাফিজ বলেন, গ্রামে-গঞ্জে ছাত্রলীগের নেতাকর্মীরা শত শত কোটি টাকার মালিক হয়েছে, কারা ব্যাংক লুট করছে, কারা জনগণের স্বাধীনতাহরন করছে তা দেশের জনগণ জানে। বাংলাদেশ একটি পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে। এদেশের জনগণের কোনো স্বাধীনতা নাই।

নিউজটি শেয়ার করুন

স্বাধীনতার ইতিহাস বদলে ফেলা হয়েছে: মেজর (অব.) হাফিজ

আপডেট সময় : ০২:০৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪

স্বাধীনতার ইতিহাস বদলে ফেলা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (১৪ মার্চ) নয়াপল্টনে বিএনপি গঠিত স্বাধীনতা দিবস উদযাপন জাতীয় কমিটির এক সভা শেষে তিনি একথা বলেন।

হাফিজ বলেন, কবিতার মতো করে বদলে দেয়া হচ্ছে ইতিহাস। মুক্তিযুদ্ধের সূচনা কীভাবে হয়েছে তা বিকৃতি করছে আওয়ামী লীগ।

এসময় তিনি বলেন, গল্প-উপন্যাসের মত মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছে। একাত্তরে ৮০ হাজার মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিলেও অবৈধভাবে সুবিধা পাচ্ছেন আড়াই লাখ মুক্তিযোদ্ধা। ভুয়া মুক্তিযোদ্ধারা প্রকৃত মুক্তিযোদ্ধাদের জায়গা দখল করেছেন।

হাফিজ উদ্দিন আরও বলেন, জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দেশবাসীকে অনুপ্রাণিত করেছে, আর শাসকদল বলে দারোয়ান ঘণ্টা বাজিয়েছে। তিনি অন্য কমান্ডারদের মত ভারতে বসে থাকেননি।

তিনি আরও বলেন, স্বাধীনতা এবং স্বাধীনতা যুদ্ধের সকল কৃতিত্ব ছিনতাই করে বসে আছে এ সরকার। এখন শিশুদের মনে ধারণা দেয়া হচ্ছে জিয়াউর রহমান ছিলেন পাকিস্তানের চর। অথচ মুক্তিযুদ্ধে অসীম সাহসী ভূমিকা রেখেছেন তিনি।

বিএনপি মোটেও হতাশাগ্রস্ত দল না-এ কথা উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, বিগত নির্বাচন (দ্বাদশ সংসদ) তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হলে, দল আজ ক্ষমতায় থাকত।

তিনি বলেন, আমরা রাস্তায় নামতে পারি না, মহিলা দলকে রাস্তায় নামতে দেয়া হয় না এসব কথা জানিয়ে হাফিজ বলেন, গ্রামে-গঞ্জে ছাত্রলীগের নেতাকর্মীরা শত শত কোটি টাকার মালিক হয়েছে, কারা ব্যাংক লুট করছে, কারা জনগণের স্বাধীনতাহরন করছে তা দেশের জনগণ জানে। বাংলাদেশ একটি পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে। এদেশের জনগণের কোনো স্বাধীনতা নাই।