ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

২৩ বছরেই নারী ফুটবলারের দুর্ভাগ্যজনক মৃত্যুতে শোক বাফুফের

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৫০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪
  • / ৩৯৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ নারী দলের বয়সভিত্তিক বিভিন্ন দলের এক সময়ের নিয়মিত মুখ ছিলেন রাজিয়া খাতুন। আজ হঠাৎ নারী ফুটবলের পরিচিত মুখ রাজিয়া প্রসবপরবর্তী জটিলতায় মৃত্যুবরণ করেছেন।

ফুটবল সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানিয়েছে, গতকাল (বুধবার) রাতে রাজিয়া ছেলে সন্তান প্রসব করেন। সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণ হয় তাঁর। সেই রক্তক্ষরণেই প্রাণ হারিয়েছেন এই ফুটবলার।

এ যুগে এসেও প্রসবপরবর্তী জটিলতায় কারও মৃত্যু দুর্ভাগ্যজনক, রাজিয়ার এমন মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

রাজিয়া বাফুফের ক্যাম্প থেকে বাদ পড়েছেন বছর চারেক আগে। এরপর ঘরোয়া লিগ খেলেছেন। রাজিয়ার মৃত্যুতে দেশের ফুটবলে নেমে এসেছে গভীর শোক। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রকাশিত সেই বার্তায় সভাপতি কাজী সালাহউদ্দিন সহ ফুটবল সংশ্লিষ্ট অনেকেই রাজিয়ার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শোক বার্তায় বলা হয়, ‘বাংলাদেশ মহিলা জাতীয় দলের প্রাক্তন খেলোয়াড় মোসাঃ রাজিয়া খাতুন নিজ গ্রামের বাড়ি সাতক্ষীরায় সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণে অদ্য ১৪ মার্চ ২০২৪ তারিখ বৃহস্পতিবার ভোর ৪ ঘটিকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ২৩ বছর।’

‘বাংলাদেশ মহিলা জাতীয় দলের প্রাক্তন খেলোয়াড় মোসাঃ রাজিয়া খাতুন-এর মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত সভাপতি কাজী মো. সালাহউদ্দীন, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতিগণ, কার্যনির্বাহী কমিটির সকল সদস্য, সাধারণ সম্পাদকসহ বাফুফের সকল স্ট্যান্ডিং কমিটি এবং বাফুফের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ আন্তরিক শোক প্রকাশ এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে’ – লেখা বাফুফের বিবৃতিতে।

নিউজটি শেয়ার করুন

২৩ বছরেই নারী ফুটবলারের দুর্ভাগ্যজনক মৃত্যুতে শোক বাফুফের

আপডেট সময় : ০৭:৫০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪

বাংলাদেশ নারী দলের বয়সভিত্তিক বিভিন্ন দলের এক সময়ের নিয়মিত মুখ ছিলেন রাজিয়া খাতুন। আজ হঠাৎ নারী ফুটবলের পরিচিত মুখ রাজিয়া প্রসবপরবর্তী জটিলতায় মৃত্যুবরণ করেছেন।

ফুটবল সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানিয়েছে, গতকাল (বুধবার) রাতে রাজিয়া ছেলে সন্তান প্রসব করেন। সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণ হয় তাঁর। সেই রক্তক্ষরণেই প্রাণ হারিয়েছেন এই ফুটবলার।

এ যুগে এসেও প্রসবপরবর্তী জটিলতায় কারও মৃত্যু দুর্ভাগ্যজনক, রাজিয়ার এমন মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

রাজিয়া বাফুফের ক্যাম্প থেকে বাদ পড়েছেন বছর চারেক আগে। এরপর ঘরোয়া লিগ খেলেছেন। রাজিয়ার মৃত্যুতে দেশের ফুটবলে নেমে এসেছে গভীর শোক। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রকাশিত সেই বার্তায় সভাপতি কাজী সালাহউদ্দিন সহ ফুটবল সংশ্লিষ্ট অনেকেই রাজিয়ার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শোক বার্তায় বলা হয়, ‘বাংলাদেশ মহিলা জাতীয় দলের প্রাক্তন খেলোয়াড় মোসাঃ রাজিয়া খাতুন নিজ গ্রামের বাড়ি সাতক্ষীরায় সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণে অদ্য ১৪ মার্চ ২০২৪ তারিখ বৃহস্পতিবার ভোর ৪ ঘটিকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ২৩ বছর।’

‘বাংলাদেশ মহিলা জাতীয় দলের প্রাক্তন খেলোয়াড় মোসাঃ রাজিয়া খাতুন-এর মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত সভাপতি কাজী মো. সালাহউদ্দীন, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতিগণ, কার্যনির্বাহী কমিটির সকল সদস্য, সাধারণ সম্পাদকসহ বাফুফের সকল স্ট্যান্ডিং কমিটি এবং বাফুফের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ আন্তরিক শোক প্রকাশ এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে’ – লেখা বাফুফের বিবৃতিতে।