গাজায় ত্রাণ বিতরণকারী দলের ওপর বিমান হামলা, নিহত ৯৩
- আপডেট সময় : ০১:৫৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪
- / ৪০৭ বার পড়া হয়েছে
ফিলিস্তিনের গাজায় ত্রাণ বিতরণকারী দলের ওপর বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এ হামলায় প্রাণ হারিয়েছে ২৩ জন ফিলিস্তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
গাজায় পাঁচ মাসের বেশি সময় ধরে নৃশংস হামলা চালাচ্ছে ইসরাইল বাহিনী। গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছে আরও ৯৩ ফিলিস্তিনি। এনিয়ে অঞ্চলটিতে নিহতের মোট সংখ্যা ছাড়িয়ে গেছে ৩১ হাজার হাজার ৮০০ জন। আহত আরও প্রায় ৭৪ হাজার ফিলিস্তিনি। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছেন এবং উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না বলে জানিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
ইসরাইলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে, ইসরাইলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।
এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। হাজার হাজার মানুষ কোনও ধরনের আশ্রয় ছাড়াই বসবাস করছে এবং প্রয়োজনের তুলনায় খুবই কম ত্রাণবাহী ট্রাক এই অঞ্চলে প্রবেশ করছে।