টেনিস কোর্টে আবারও হোঁচট সিমোনা হালেপের
- আপডেট সময় : ০৬:৫৬:০৭ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪
- / ৪০১ বার পড়া হয়েছে
ডোপিং নিষেধাজ্ঞা থেকে ফিরে টেনিস কোর্টে প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছেন দু’বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী কন্যা সিমোনা হালেপ। মঙ্গলবার মায়ামি ওপেন টেনিসের প্রথম রাউন্ডে রুমানিয়ান তারকার হারটা হয় স্পেনের অবাছাই খেলোয়াড় পাউলা বাদোসার কাছে ২-১ সেটে।
সিমোনা হালেপের আপিলের পরিপ্রেক্ষিতে চার বছরের নিষেধাজ্ঞা কমিয়ে ৯ মাস করে আদালত। তাতে ‘ওয়াইল্ড কার্ড’ নিয়ে ডব্লিউটিএ ট্যুর টুর্নামেন্ট মায়ামি ওপেনে খেলার সুযোগ মেলে ২০১৮ ফ্রেঞ্চ ওপেন ও ২০১৯ উইম্বলডন চ্যাম্পিয়ন কন্যার। ১৮ মাস পর কোর্টে ফিরে ম্যাচের শুরুটা দারুণ হয় রুমানিয়ান তারকার। মেয়েদের র্যাংকিংয়ে ৮০ নম্বরে থাকা স্পেনিয়ার্ড খেলোয়াড় পাউলা বাদোসাকে ৬-১ গেমে উড়িয়ে দ্বিতীয় রাউন্ডের পথে এগিয়ে যান ৩২ বছরের টেনিস কন্যা।
এরপরই ছন্দপতন হালেপের। কোনো কিছুই ঠিক হচ্ছিলো না। সুযোগটা পুরোপুরি কাজে লাগান স্পেনের অবাছাই খেলোয়াড়। দ্বিতীয় সেট ৬-৪’এ জিতে সমতা ফেরান ২৬ বছরের পাউলা বাদোসা। তৃতীয় সেটেও নিজেকে খুঁজে পাননি হালেপ। এবার ৬-৩’এ জয় নিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠে যান অবাছাই স্পেনিয়ার্ড খেলোয়াড়। দ্বিতীয় রাউন্ডে ২০২৩ ও ২০২৪ সালের অস্ট্রেলিয়ান ওপেন গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী বেলারুশ কন্যা আরিনা সাবালেন্কাকে মোকাবিলা করবেন পাউলা বাদোসা।