ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় বসে আছে : আমীর খসরু

বান্দরবান প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৩২:৪০ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪
  • / ৪২২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি দেশের ক্ষমতায় যাওয়ার এবং থাকার একমাত্র উপায় হচ্ছে জনগণের সমর্থন। এর বাইরে যেমন কারও ক্ষমতায় যাওয়ার অধিকার নেই, তেমনি জোর ক্ষমতায় থাকারও অধিকার নেই। বর্তমান সরকার জোর করে জন সমর্থন ছাড়াই ক্ষমতায় বসে আছে। এ দেশের ৯৫ শতাংশ মানুষ এ নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশের জনগণ এ অবৈধ সরকার থেকে মুক্তি চায়। তারা ভোট দিয়ে একটি নির্বাচিত সংসদ ও সরকার দেখতে চায়। যারা তাদের কাছে জবাবদিহিতে থাকবে এবং দায়বদ্ধ থাকবে।

আজ বুধবার (২০ মার্চ) বিকেলে বান্দরবান জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান ও ইফতার মাহফিলে এ কথা বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, বিএনপি শুধু এক দলীয় শাসন থেকে বহু দলীয় শাসন প্রবর্তন করেনি, বিএনপি সরকারচালিত অর্থনীতি থেকে মুক্তবাজার অর্থনীতিও প্রবর্তন করেছে। যেখানে বাজার মুক্ত রাখতে হবে, চাহিদা মুক্ত রাখতে হবে এবং এ বাজার কোনো গোষ্ঠী, শাসক বা বিশেষ দলের নিয়ন্ত্রণে থাকতে পারবে না। বিএনপি সরকারের আমলে আমরা সেটা করতে পেরেছি। চাহিদা ও সরবরাহের পরিপ্রেক্ষিতে বাজার স্বাভাবিক প্রক্রিয়ায় চলেছে। কিন্তু বর্তমান সরকারের আমলে একটি গোষ্ঠী বাজার নিয়ন্ত্রণ করার কারণে বর্তমানে বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি।

তিনি বলেন, বর্তমানে একটি দল, একটি গোষ্ঠী বাজার নিয়ন্ত্রণ করছে। শুধু তাই নয়, ব্যাংক থেকে শুরু করে গ্যাস, বিদ্যুৎ, পানির বিল বৃদ্ধির পাশাপাশি বিদেশে টাকা পাচার করে যাচ্ছে এই চক্রটি। যার কারণে উৎপাদন খরচ বেড়েছে দ্বিগুণ। ফলে দ্রব্যমূল্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে।’

অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, বান্দরবান জেলা বিএনপির সভাপতি মাম্যাচিং, সাধারণ সম্পাদক জাবেদ রেজাসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

বর্তমান সরকার জোর করে ক্ষমতায় বসে আছে : আমীর খসরু

আপডেট সময় : ০৭:৩২:৪০ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি দেশের ক্ষমতায় যাওয়ার এবং থাকার একমাত্র উপায় হচ্ছে জনগণের সমর্থন। এর বাইরে যেমন কারও ক্ষমতায় যাওয়ার অধিকার নেই, তেমনি জোর ক্ষমতায় থাকারও অধিকার নেই। বর্তমান সরকার জোর করে জন সমর্থন ছাড়াই ক্ষমতায় বসে আছে। এ দেশের ৯৫ শতাংশ মানুষ এ নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশের জনগণ এ অবৈধ সরকার থেকে মুক্তি চায়। তারা ভোট দিয়ে একটি নির্বাচিত সংসদ ও সরকার দেখতে চায়। যারা তাদের কাছে জবাবদিহিতে থাকবে এবং দায়বদ্ধ থাকবে।

আজ বুধবার (২০ মার্চ) বিকেলে বান্দরবান জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান ও ইফতার মাহফিলে এ কথা বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, বিএনপি শুধু এক দলীয় শাসন থেকে বহু দলীয় শাসন প্রবর্তন করেনি, বিএনপি সরকারচালিত অর্থনীতি থেকে মুক্তবাজার অর্থনীতিও প্রবর্তন করেছে। যেখানে বাজার মুক্ত রাখতে হবে, চাহিদা মুক্ত রাখতে হবে এবং এ বাজার কোনো গোষ্ঠী, শাসক বা বিশেষ দলের নিয়ন্ত্রণে থাকতে পারবে না। বিএনপি সরকারের আমলে আমরা সেটা করতে পেরেছি। চাহিদা ও সরবরাহের পরিপ্রেক্ষিতে বাজার স্বাভাবিক প্রক্রিয়ায় চলেছে। কিন্তু বর্তমান সরকারের আমলে একটি গোষ্ঠী বাজার নিয়ন্ত্রণ করার কারণে বর্তমানে বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি।

তিনি বলেন, বর্তমানে একটি দল, একটি গোষ্ঠী বাজার নিয়ন্ত্রণ করছে। শুধু তাই নয়, ব্যাংক থেকে শুরু করে গ্যাস, বিদ্যুৎ, পানির বিল বৃদ্ধির পাশাপাশি বিদেশে টাকা পাচার করে যাচ্ছে এই চক্রটি। যার কারণে উৎপাদন খরচ বেড়েছে দ্বিগুণ। ফলে দ্রব্যমূল্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে।’

অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, বান্দরবান জেলা বিএনপির সভাপতি মাম্যাচিং, সাধারণ সম্পাদক জাবেদ রেজাসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।