প্রবল বৃষ্টির কারণে সৌদি আরবে ‘রেড অ্যালার্ট’
- আপডেট সময় : ০৭:৫১:২৩ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪
- / ৪০৯ বার পড়া হয়েছে
প্রতিকূল আবহাওয়ার সম্মুখীন সৌদি আরব। প্রবল বৃষ্টির কারণে দেশটিতে মঙ্গলবার (১৯ মার্চ) ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। একইসঙ্গে আকস্মিক বন্যার আগাম সতর্কতাও জারি করা হয়েছে।রাজধানী রিয়াদ, জেদ্দা ও আরও কয়েকটি শহরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়ার এই বিপর্যয়ের ফলে মঙ্গলবার রিয়াদ, কাসিম, হাফর আল বাতিন ও অন্যান্য বেশ কয়েকটি অঞ্চলে অনেক স্কুল ও বিশ্ববিদ্যালয়ের ক্লাস স্থগিত করা হয়েছে।
বিভিন্ন রাজ্যে (বিশেষত উত্তর তাবুক অঞ্চলে) ভারী বৃষ্টিপাতের জন্য ‘রেড অ্যালার্ট’ জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)। প্রবল বাতাস, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কার ব্যাপারে জারি করা হয় এই সতর্কতা।
মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ও বজ্রঝড়ের পূর্বাভাস দেয়া হয়েছে। মদিনা, মক্কা, তাবুক এবং বেশ কয়েকটি উপকূলীয় অঞ্চলে ধূলিঝড় ও শিলাবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেয় এনসিএম। এতে সাধারণ জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে।
বুধবার (২০ মার্চ) পর্যন্ত দেশটির বেশিরভাগ অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া কেন্দ্র পূর্বাভাস দিয়েছে। সূত্র: গালফ নিউজ