ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

অস্ট্রেলিয়ার কাছে হারল বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১০:২৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪
  • / ৩৯৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অস্ট্রেলিয়ার নারীদলেন বিপক্ষে বহুল আকাঙিক্ষত সিরিজের শুরুটা ভালো হলো না বাংলাদেশের। সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতায় ১১৮ রানের বড় ব্যবধানে হেরে গেছে নিগার সুলতানা জ্যোতিরা। লক্ষ্য খুব বেশি বড় না। অন্তত বিশ্ব ক্রিকেটের বিবেচনায়। কিন্তু মিরপুরের হোম অব ক্রিকেটে বাংলাদেশের মেয়েরা এর আগে কেবল একবারই দুইশ রানের কোটা পার করতে পেরেছে। অস্ট্রেলিয়ার নারী দলের বিপক্ষে ২১৪ রানের লক্ষ্যটাই তাই বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জই ছিল।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার (২১ মার্চ) টস জিতে বোলিং বেছে নেয় বাংলাদেশ। স্বাগতিক বোলারদের আগুনঝরা বোলিংয়ে ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ২১৩ রান তোলে অস্ট্রেলিয়া। কিন্তু, এই রানও বাংলাদেশি ব্যাটারদের জন্য পাহাড়সম হয়ে দাঁড়ায়। ৩৬ ওভারে মাত্র ৯৫ রানে অলআউট হয় বাংলাদেশ।

ব্যাট হাতে বাংলাদেশের শুরুটা হয়েছে হতাশার। ইনিংসে দ্বিতীয় বলে উইকেট বিলিয়ে আসেন ওপেনার ফারজানা হক। রানের খাতা খোলার আগেই মেগান স্কাটের বলে অ্যালিশা হিলির তালুবন্দি তিনি। দলীয় ২১ রানে ফের উইকেট হারায় বাংলাদেশ। অ্যাশলে গার্ডনারের বলে বেথ মুনির হাতে ক্যাচ দিয়ে ফেরেন ১০ রান করা মুর্শিদা।

তৃতীয় উইকেট জুটিতে ম্যাচ কিছুটা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে স্বাগতিকরা। আরেক ওপেনার সোবহানা মুস্তারি ও জ্যোতি মিলে ৪৯ রানের জুটি গড়েন। তবে, ১৭ রান করে অ্যালানা কিংয়ের বলে মুস্তারি বোল্ড হলে আরও একবার ভিত নড়বড়ে হয়ে যায়। এরপর চলতে থাকে আসা-যাওয়ার মিছিল। পরপর তিনটি রানআউটে ম্যাচ থেকে ছিটকে পড়েন বাংলার নারীরা। ফাহিমা খাতুন ও রিতু মনি দুজনই এক রান করে রানআউট হন। জ্যোতি ফিরে যান দরীয় সর্বোচ্চ ২৭ রান করে। তবে, এর জন্য তিনি খেলেছেন ৬৪ বল।

লোয়ার অর্ডারের ব্যর্থতায় শেষ পর্যন্ত ১০০ রানও করতে পারেনি বাংলাদেশ। থেমে যায় ৯৫ রানে।

অসিদের পক্ষে গার্ডনার শিকার করেন তিন উইকেট। কিম গার্থ পান দুই উইকেট।

এর আগে বল হাতে ইনিংসের মাত্র দ্বিতীয় ওভারেই বাংলাদেশকে সাফল্য এনে দেন সুলতানা খাতুন। অসি ওপেনার হোবে লিচফিল্ডকে প্রথম বলেই বোল্ড করেন সুলতানা। শূন্য রানে সাজঘরের পথ ধরেন লিচ। অসি শিবিরে দ্বিতীয় আঘাতও হানেন সুলতানা। দলের অন্যতম বড় তারকা এলিস পেরিকে রাবেয়া খাতুনের ক্যাচে পরিণত করেন। ১০ বলে মাত্র দুই রান আসে পেরির ব্যাট থেকে।

সুবিধা করতে পারেননি অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যালিসা হিলি। ৩৯ বলে ২৪ রান করে আউট হন তিনি। তাকে উইকেটের পেছনে জ্যোতির ক্যাচে পরিণত করেন মারুফা আক্তার। ব্যাট হাতে পুরো ইনিংসজুড়ে ধুঁকেছেন অসি তারকারা। বেথ মুনির ৬৪ বলে ২৫ রানের মন্থর সংগ্রহ যার বড় প্রমাণ। মুনিও ধরা পড়েন জ্যোতির হাতে, ফাহিমা খাতুনের বলে। ৩৮ বলে ৩২ রান করা অ্যাশলে গার্ডনার। নাহিদা আক্তারের স্পিন ঘূর্ণিতে পরাস্ত হয়ে জ্যোতির স্ট্যাম্পিংয়ে গার্ডনারের প্রতিরোধ থামে।

স্কোরবোর্ডে ৮০ রান পার হওয়ার আগে পাঁচ উইকেট হারায় অস্ট্রেলিয়া। তাতে সন্দেহ জাগে অসিদের সংগ্রহ দেড়শ পার হয় কি না, সেটি নিয়ে। তবে, সেখান থেকে দলকে টেনে তোলেন আনাবেল সাদারল্যান্ড। স্রোতের বিপরীতে বাংলাদেশি বোলারদের সামলেছেন তিনি। প্রায় একাই লড়ে ৭৬ বলে ৫৮ রানে অপরাজিত থাকেন সাদারল্যান্ড। তাকে সঙ্গ দিয়ে শেষ দিকে ঝড় তোলেন অ্যালানা কিং। ৩১ বলে দুটি চার ও পাঁচটি ছক্কায় ৪৬ রানে অপরাজিত থাকেন তিনি। অসিদের সংগ্রহও পার হয় ২০০ রানের ঘর।

বাংলাদেশের পক্ষে সুলতানা ও নাহিদা পান দুটি করে উইকেট। একটি করে উইকেট নেন মারুফা, ফাহিমা ও স্বর্ণা আক্তার।

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া : ৫০ ওভারে ২১৩/৭ ( হিলি ২৪, লিচ ০, পেরি ২, মুনি ২৫, ম্যাকগ্রা ৯, গার্ডনার ৩২, সাদারল্যান্ড ৫৮*, জর্জিয়া ১২, অ্যালানা ৪৬*; মারুফা ৭-০-২২-১, সুলতানা ১০-০৪২-২, নাহিদা ১০-১-২৭-২, রাবেয়া ১০-০-৩৩-০, ফাহিমা ৯-০-৬৭-১, স্বর্ণা ৪-০-১৯-১)

বাংলাদেশ : ৩৬ ওভারে ৯৫/১০ (ফারজানা ০, মুস্তারি ১৭, মুর্শিদা ১০, জ্যোতি ২৭, ফাহিমা ১, রিতু ১, স্বর্ণা ৬, রাবেয়া ৫, সুলতানা ২, নাহিদা ৩*, মারুফা ০; স্কাট ৬-১-৫-১, গার্থ ৭-১-২৬-২, গার্ডনার ৫-১-২২-৩, জর্জিয়া ৪-০-১৭-০, অ্যালানা ১০-৩-১২-১, পেরি ৪-১-৫-০)

ফল : অস্ট্রেলিয়া ১১৮ রানে জয়ী।

নিউজটি শেয়ার করুন

অস্ট্রেলিয়ার কাছে হারল বাংলাদেশের মেয়েরা

আপডেট সময় : ১০:২৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪

অস্ট্রেলিয়ার নারীদলেন বিপক্ষে বহুল আকাঙিক্ষত সিরিজের শুরুটা ভালো হলো না বাংলাদেশের। সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতায় ১১৮ রানের বড় ব্যবধানে হেরে গেছে নিগার সুলতানা জ্যোতিরা। লক্ষ্য খুব বেশি বড় না। অন্তত বিশ্ব ক্রিকেটের বিবেচনায়। কিন্তু মিরপুরের হোম অব ক্রিকেটে বাংলাদেশের মেয়েরা এর আগে কেবল একবারই দুইশ রানের কোটা পার করতে পেরেছে। অস্ট্রেলিয়ার নারী দলের বিপক্ষে ২১৪ রানের লক্ষ্যটাই তাই বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জই ছিল।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার (২১ মার্চ) টস জিতে বোলিং বেছে নেয় বাংলাদেশ। স্বাগতিক বোলারদের আগুনঝরা বোলিংয়ে ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ২১৩ রান তোলে অস্ট্রেলিয়া। কিন্তু, এই রানও বাংলাদেশি ব্যাটারদের জন্য পাহাড়সম হয়ে দাঁড়ায়। ৩৬ ওভারে মাত্র ৯৫ রানে অলআউট হয় বাংলাদেশ।

ব্যাট হাতে বাংলাদেশের শুরুটা হয়েছে হতাশার। ইনিংসে দ্বিতীয় বলে উইকেট বিলিয়ে আসেন ওপেনার ফারজানা হক। রানের খাতা খোলার আগেই মেগান স্কাটের বলে অ্যালিশা হিলির তালুবন্দি তিনি। দলীয় ২১ রানে ফের উইকেট হারায় বাংলাদেশ। অ্যাশলে গার্ডনারের বলে বেথ মুনির হাতে ক্যাচ দিয়ে ফেরেন ১০ রান করা মুর্শিদা।

তৃতীয় উইকেট জুটিতে ম্যাচ কিছুটা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে স্বাগতিকরা। আরেক ওপেনার সোবহানা মুস্তারি ও জ্যোতি মিলে ৪৯ রানের জুটি গড়েন। তবে, ১৭ রান করে অ্যালানা কিংয়ের বলে মুস্তারি বোল্ড হলে আরও একবার ভিত নড়বড়ে হয়ে যায়। এরপর চলতে থাকে আসা-যাওয়ার মিছিল। পরপর তিনটি রানআউটে ম্যাচ থেকে ছিটকে পড়েন বাংলার নারীরা। ফাহিমা খাতুন ও রিতু মনি দুজনই এক রান করে রানআউট হন। জ্যোতি ফিরে যান দরীয় সর্বোচ্চ ২৭ রান করে। তবে, এর জন্য তিনি খেলেছেন ৬৪ বল।

লোয়ার অর্ডারের ব্যর্থতায় শেষ পর্যন্ত ১০০ রানও করতে পারেনি বাংলাদেশ। থেমে যায় ৯৫ রানে।

অসিদের পক্ষে গার্ডনার শিকার করেন তিন উইকেট। কিম গার্থ পান দুই উইকেট।

এর আগে বল হাতে ইনিংসের মাত্র দ্বিতীয় ওভারেই বাংলাদেশকে সাফল্য এনে দেন সুলতানা খাতুন। অসি ওপেনার হোবে লিচফিল্ডকে প্রথম বলেই বোল্ড করেন সুলতানা। শূন্য রানে সাজঘরের পথ ধরেন লিচ। অসি শিবিরে দ্বিতীয় আঘাতও হানেন সুলতানা। দলের অন্যতম বড় তারকা এলিস পেরিকে রাবেয়া খাতুনের ক্যাচে পরিণত করেন। ১০ বলে মাত্র দুই রান আসে পেরির ব্যাট থেকে।

সুবিধা করতে পারেননি অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যালিসা হিলি। ৩৯ বলে ২৪ রান করে আউট হন তিনি। তাকে উইকেটের পেছনে জ্যোতির ক্যাচে পরিণত করেন মারুফা আক্তার। ব্যাট হাতে পুরো ইনিংসজুড়ে ধুঁকেছেন অসি তারকারা। বেথ মুনির ৬৪ বলে ২৫ রানের মন্থর সংগ্রহ যার বড় প্রমাণ। মুনিও ধরা পড়েন জ্যোতির হাতে, ফাহিমা খাতুনের বলে। ৩৮ বলে ৩২ রান করা অ্যাশলে গার্ডনার। নাহিদা আক্তারের স্পিন ঘূর্ণিতে পরাস্ত হয়ে জ্যোতির স্ট্যাম্পিংয়ে গার্ডনারের প্রতিরোধ থামে।

স্কোরবোর্ডে ৮০ রান পার হওয়ার আগে পাঁচ উইকেট হারায় অস্ট্রেলিয়া। তাতে সন্দেহ জাগে অসিদের সংগ্রহ দেড়শ পার হয় কি না, সেটি নিয়ে। তবে, সেখান থেকে দলকে টেনে তোলেন আনাবেল সাদারল্যান্ড। স্রোতের বিপরীতে বাংলাদেশি বোলারদের সামলেছেন তিনি। প্রায় একাই লড়ে ৭৬ বলে ৫৮ রানে অপরাজিত থাকেন সাদারল্যান্ড। তাকে সঙ্গ দিয়ে শেষ দিকে ঝড় তোলেন অ্যালানা কিং। ৩১ বলে দুটি চার ও পাঁচটি ছক্কায় ৪৬ রানে অপরাজিত থাকেন তিনি। অসিদের সংগ্রহও পার হয় ২০০ রানের ঘর।

বাংলাদেশের পক্ষে সুলতানা ও নাহিদা পান দুটি করে উইকেট। একটি করে উইকেট নেন মারুফা, ফাহিমা ও স্বর্ণা আক্তার।

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া : ৫০ ওভারে ২১৩/৭ ( হিলি ২৪, লিচ ০, পেরি ২, মুনি ২৫, ম্যাকগ্রা ৯, গার্ডনার ৩২, সাদারল্যান্ড ৫৮*, জর্জিয়া ১২, অ্যালানা ৪৬*; মারুফা ৭-০-২২-১, সুলতানা ১০-০৪২-২, নাহিদা ১০-১-২৭-২, রাবেয়া ১০-০-৩৩-০, ফাহিমা ৯-০-৬৭-১, স্বর্ণা ৪-০-১৯-১)

বাংলাদেশ : ৩৬ ওভারে ৯৫/১০ (ফারজানা ০, মুস্তারি ১৭, মুর্শিদা ১০, জ্যোতি ২৭, ফাহিমা ১, রিতু ১, স্বর্ণা ৬, রাবেয়া ৫, সুলতানা ২, নাহিদা ৩*, মারুফা ০; স্কাট ৬-১-৫-১, গার্থ ৭-১-২৬-২, গার্ডনার ৫-১-২২-৩, জর্জিয়া ৪-০-১৭-০, অ্যালানা ১০-৩-১২-১, পেরি ৪-১-৫-০)

ফল : অস্ট্রেলিয়া ১১৮ রানে জয়ী।