যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সম্মানে ইফতার ও নৈশভোজ
- আপডেট সময় : ১১:৪৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪
- / ৩৯৮ বার পড়া হয়েছে
ঢাকা সেনানিবাসের সেনামালঞ্চে বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে মহান স্বাধীনতা যুদ্ধের বীর যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সম্মানে ইফতার ও নৈশভোজ আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মার্চ) সন্ধ্যায় ইফতার ও নৈশভোজ করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)৷
আইএসপিআর জানায়, ঢাকা সেনানিবাসের সেনামালঞ্চে বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে মহান স্বাধীনতা যুদ্ধের বীর সেনানী যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সম্মানে ইফতার ও নৈশভোজ আয়োজন করা হয়। এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আগত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সাথে কুশলাদি ও মতবিনিময় করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক (অব.), তিন শতাধিক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তারা এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ।