পশ্চিম তীরের ৮০০ হেক্টর জায়গা এখন ইসরায়েলের!
- আপডেট সময় : ১০:৪৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪
- / ৪১৩ বার পড়া হয়েছে
অধিকৃত পশ্চিম তীরের ৮০০ হেক্টর জায়গা এবার নিজেদের রাষ্ট্রীয় সীমানার মধ্যে নিয়ে আসার ঘোষণা দিল ইসরায়েল। শুক্রবার ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মুটরিচ এই ঘোষণা দেন। বার্তা সংস্থা রয়টার্স বলছে, এই ঘোষণার মধ্য দিয়ে পশ্চিম তীরের এই ভূমিতে নিজেদের মতো করে বসতি স্থাপণ করতে পারবে ইসরায়েল। বানানো যাবে ভবনও।
এমন দিন এ ঘোষণা এল, যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ইসরায়েল সফরে রয়েছেন। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলাপ করবেন বলে জানা গেছে।
আন্তর্জাতিক চাপের মধ্যেই এবার অধিকৃত পশ্চিম তীরের ৮০০ হেক্টর জায়গা নিজেদের বলে দাবি করল ইসরায়েল। এটি জর্ডান উপত্যকায় অবস্থিত। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মুটরিচ বলেন, আমরা দেশের মাটিতে ঠিকঠাকমতো বসতি স্থাপণ করতে পারব।
এর আগেও এভাবে পশ্চিম তীরের জায়গা নিজেদের করে নেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। এমনকি সেখানে বসবাস স্থাপণকারীরা ফিলিস্তিনিদের ওপর অত্যাচারও শুরু করে। এ নিয়ে গত মাসে সমালোচনা করেছে আমেরিকা। দেশটি বলছে, পশ্চিম তীরে এভাবে বসতি স্থাপণ করা আন্তর্জাতিক আইনের সঙ্গে সাংঘর্ষিক।
নতুন এই ঘোষণার পর ফিলিস্তিন বলছে, পূর্ব জেরুজালেমকে যুক্ত করে এখানে একটি স্বাধীন রাষ্ট্র করার যে চিন্তা চলছে, তাতে বাধা দিতেই জায়গাটি নিজেদের বলে ঘোষণা দিল ইসরায়েল। ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে।
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। এতে ১ হাজার ২০০ জন নিহত হন বলে জানায় ইসরায়েল। এছাড়া ইসরায়েল থেকে প্রায় ২৪০ জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস সদস্যরা। এরপর থেকে গাজা উপত্যকায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ৩১ হাজার ৬৪৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। এ ছাড়া ২০ লাখেরও বেশি মানুষ গৃহহীন হয়েছে।