ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

রাশিয়ার শস্য আমদানিতে ৫০% শুল্কারোপের পথে ইইউ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪
  • / ৪১২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাশিয়া থেকে শস্য আমদানিতে শুল্ক বসাতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ হার ৫০ শতাংশ পর্যন্ত হতে পারে বলে জানা গেছে। মূলত ইইউর বাজার স্থিতিশীল রাখতেই এমন প্রস্তাব তোলা হয়েছে।

শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, ইউরোপের বাজার রাশিয়া থেকে আসা সস্তা গমের কারণে অস্থিতিশীল হয়ে উঠতে পারে—এমন আশঙ্কা থেকে দেশটি থেকে শস্য আমদানিতে ৫০ শতাংশ পর্যন্ত শুল্কারোপের প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইইউর নেতৃবৃন্দের কাছে ইউক্রেন থেকে রাশিয়ার ‘চুরি করা’ শস্য আমদানির বিষয়ে কিছু একটা করার আহ্বান জানান। এ পরিপ্রেক্ষিতেই ইউরোপীয় কমিশন (ইসি) রাশিয়া থেকে শস্য আমদানিতে এ শুল্কারোপের প্রস্তাব করে।

জেলেনস্কির বক্তব্য হচ্ছে, ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে দেশটির বেশ কিছু অঞ্চল রাশিয়ার করায়ত্ত হয়েছে। এর মধ্য দিয়ে ওই সব অঞ্চলের শস্য এখন রাশিয়ার কবজায়। এই শস্যই বাজার মূল্যের চেয়ে কম দামে ইউরোপে পাঠাতে পারে ক্রেমলিন।

নতুন এই প্রস্তাবের বিষয়ে ইসি প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলছেন, ‘আমাদের বাজার ও কৃষকদের ক্রমবর্ধমান ঝুঁকি থেকে বাঁচাতেই রাশিয়া থেকে শস্য আমদানিতে এই শুল্কারোপের প্রস্তাব করা হয়েছে। এর মধ্য দিয়ে ইইউর বাজারকে কাজে লাগিয়ে নিজেদের যুদ্ধ–সক্ষমতা বাড়ানোর ক্ষমতা খর্ব করা যাবে।

এ বিষয়ে ইইউর এক জ্যেষ্ঠ কর্মকর্তা দ্য গার্ডিয়ানকে বলেন, ‘ইইউর বাজারকে অস্থিতিশীত হওয়া থেকে বাঁচানোর লক্ষ্যেই এ প্রস্তাব। এ ক্ষেত্রে রাশিয়ার পাশাপাশি বেলারুশকেও বিবেচনায় রাখা হয়েছে। আমরা এমন যেকোনো পরিস্থিতি থেকে ইউরোপকে সুরক্ষিত রাখতে চাই।’

প্রসঙ্গত, ইইউর বাজারে রাশিয়ার শস্য বিনা শুল্কে প্রবেশাধিকার পেয়ে আসছিল। প্রস্তাবটি পাস হলে ইউরোপের বাজারে শস্য রপ্তানি করতে হলে রাশিয়াকে টনপ্রতি ৯৫ ইউরো করে গুনতে হবে।

নিউজটি শেয়ার করুন

রাশিয়ার শস্য আমদানিতে ৫০% শুল্কারোপের পথে ইইউ

আপডেট সময় : ১০:৪৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪

রাশিয়া থেকে শস্য আমদানিতে শুল্ক বসাতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ হার ৫০ শতাংশ পর্যন্ত হতে পারে বলে জানা গেছে। মূলত ইইউর বাজার স্থিতিশীল রাখতেই এমন প্রস্তাব তোলা হয়েছে।

শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, ইউরোপের বাজার রাশিয়া থেকে আসা সস্তা গমের কারণে অস্থিতিশীল হয়ে উঠতে পারে—এমন আশঙ্কা থেকে দেশটি থেকে শস্য আমদানিতে ৫০ শতাংশ পর্যন্ত শুল্কারোপের প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইইউর নেতৃবৃন্দের কাছে ইউক্রেন থেকে রাশিয়ার ‘চুরি করা’ শস্য আমদানির বিষয়ে কিছু একটা করার আহ্বান জানান। এ পরিপ্রেক্ষিতেই ইউরোপীয় কমিশন (ইসি) রাশিয়া থেকে শস্য আমদানিতে এ শুল্কারোপের প্রস্তাব করে।

জেলেনস্কির বক্তব্য হচ্ছে, ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে দেশটির বেশ কিছু অঞ্চল রাশিয়ার করায়ত্ত হয়েছে। এর মধ্য দিয়ে ওই সব অঞ্চলের শস্য এখন রাশিয়ার কবজায়। এই শস্যই বাজার মূল্যের চেয়ে কম দামে ইউরোপে পাঠাতে পারে ক্রেমলিন।

নতুন এই প্রস্তাবের বিষয়ে ইসি প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলছেন, ‘আমাদের বাজার ও কৃষকদের ক্রমবর্ধমান ঝুঁকি থেকে বাঁচাতেই রাশিয়া থেকে শস্য আমদানিতে এই শুল্কারোপের প্রস্তাব করা হয়েছে। এর মধ্য দিয়ে ইইউর বাজারকে কাজে লাগিয়ে নিজেদের যুদ্ধ–সক্ষমতা বাড়ানোর ক্ষমতা খর্ব করা যাবে।

এ বিষয়ে ইইউর এক জ্যেষ্ঠ কর্মকর্তা দ্য গার্ডিয়ানকে বলেন, ‘ইইউর বাজারকে অস্থিতিশীত হওয়া থেকে বাঁচানোর লক্ষ্যেই এ প্রস্তাব। এ ক্ষেত্রে রাশিয়ার পাশাপাশি বেলারুশকেও বিবেচনায় রাখা হয়েছে। আমরা এমন যেকোনো পরিস্থিতি থেকে ইউরোপকে সুরক্ষিত রাখতে চাই।’

প্রসঙ্গত, ইইউর বাজারে রাশিয়ার শস্য বিনা শুল্কে প্রবেশাধিকার পেয়ে আসছিল। প্রস্তাবটি পাস হলে ইউরোপের বাজারে শস্য রপ্তানি করতে হলে রাশিয়াকে টনপ্রতি ৯৫ ইউরো করে গুনতে হবে।