ঢাকা ০৮:২২ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ভারতসহ বিদেশি বন্ধুরাষ্ট্র আওয়ামী লীগকে ক্ষমতায় আনেনি: কাদের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৪০:৫০ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪
  • / ৩৯৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারতসহ বিদেশি বন্ধুরাষ্ট্র আওয়ামী লীগকে ক্ষমতায় আনেনি। বরং ভোট বানচালের ষড়যন্ত্র প্রতিহত করতে পাশে ছিল। শনিবার (২৩ মার্চ) তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, রাজনৈতিক কোন ইস্যু না থাকায় বিএনপি পাকিস্তানি কায়দায় ভারত বিরোধীতা শুরু করেছে। সিঙ্গাপুরে বসে মির্জা ফখরুল দমন নিপীড়নের খবর নিচ্ছে। বিএনপি ইফতার খাওয়ার পার্টি করে, আর আওয়ামী লীগ ইফতার বিতরণ করে। এটাই আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে পার্থক্য।

তিনি আরও বলেন, সারা ঢাকা শহরে এই ইফতার বিতরণ ছড়িয়ে দিতে হবে। নিত্য পণ্যের দাম বাড়াতে সাধারণ মানুষের কষ্ট হচ্ছে। তবে এখন অনেক কিছু দাম কমতে শুরু করেছে। আরও কমবে।

বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘দেশের মানুষ ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় এনেছে। ভোট ৪১ শতাংশ পরেছে। তারপর বলে ভারত নির্বাচনে জিতিয়ে দিয়েছে। ভারত ভোট দিয়ে আওয়ামী লীগকে জিতিয়ে দেয় নি।’

এসময় তিনি বিএনপি নেতাকর্মীদের ওপর নিপীড়ন হচ্ছে বলে যে অভিযোগ তোলা হয় তাতে বিস্ময় প্রকাশ করেন। ওবায়দুল কাদের বলেন, ক্ষমতা ছাড়া বিএনপি টিকবে না। তারা আসলে নিজেদের ক্ষমতা ও পকেটের উন্নয়নের দল। তারা কষ্টে আছে, কারণ হাওয়া ভবন ছাড়া বিএনপি টিকবে না।

নিউজটি শেয়ার করুন

ভারতসহ বিদেশি বন্ধুরাষ্ট্র আওয়ামী লীগকে ক্ষমতায় আনেনি: কাদের

আপডেট সময় : ০১:৪০:৫০ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারতসহ বিদেশি বন্ধুরাষ্ট্র আওয়ামী লীগকে ক্ষমতায় আনেনি। বরং ভোট বানচালের ষড়যন্ত্র প্রতিহত করতে পাশে ছিল। শনিবার (২৩ মার্চ) তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, রাজনৈতিক কোন ইস্যু না থাকায় বিএনপি পাকিস্তানি কায়দায় ভারত বিরোধীতা শুরু করেছে। সিঙ্গাপুরে বসে মির্জা ফখরুল দমন নিপীড়নের খবর নিচ্ছে। বিএনপি ইফতার খাওয়ার পার্টি করে, আর আওয়ামী লীগ ইফতার বিতরণ করে। এটাই আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে পার্থক্য।

তিনি আরও বলেন, সারা ঢাকা শহরে এই ইফতার বিতরণ ছড়িয়ে দিতে হবে। নিত্য পণ্যের দাম বাড়াতে সাধারণ মানুষের কষ্ট হচ্ছে। তবে এখন অনেক কিছু দাম কমতে শুরু করেছে। আরও কমবে।

বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘দেশের মানুষ ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় এনেছে। ভোট ৪১ শতাংশ পরেছে। তারপর বলে ভারত নির্বাচনে জিতিয়ে দিয়েছে। ভারত ভোট দিয়ে আওয়ামী লীগকে জিতিয়ে দেয় নি।’

এসময় তিনি বিএনপি নেতাকর্মীদের ওপর নিপীড়ন হচ্ছে বলে যে অভিযোগ তোলা হয় তাতে বিস্ময় প্রকাশ করেন। ওবায়দুল কাদের বলেন, ক্ষমতা ছাড়া বিএনপি টিকবে না। তারা আসলে নিজেদের ক্ষমতা ও পকেটের উন্নয়নের দল। তারা কষ্টে আছে, কারণ হাওয়া ভবন ছাড়া বিএনপি টিকবে না।