ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

দেশে সোমবার হতে পারে কালবৈশাখী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:১৯:৪২ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪
  • / ৪১৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লঘুচাপের প্রভাবে সোমবার কালবৈশাখীরও শঙ্কা রয়েছে। এছাড়া সপ্তাহজুড়ে দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। উত্তরাঞ্চলে বৃষ্টিপাত বাড়ার প্রবণতাসহ রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলে আজও বৃষ্টি হতে পারে।

রোববার (২৪ মার্চ) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আগামী ৪৮ ঘণ্টায় সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। রাজধানীতে কয়েক দফা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাত আরও বাড়তে পারে।

এদিকে, রাজধানী ঢাকায় মধ্যরাতে ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। আধাঘণ্টার বেশি সময় ধরে চলা এই বৃষ্টির সঙ্গে ছিল দমকা হাওয়াও। শনিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে শুরু হয় এই অবস্থার। গত বৃহস্পতিবার থেকেই রাজধানীসহ দেশের অনেক জায়গায় আকাশ ছিল মেঘে ঢাকা। কোথাও কোথাও বৃষ্টিও হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানীতে বৃষ্টি হলেও এর পরিমাণ হবে খুব কম। আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, বৃষ্টিপাতের এ প্রবণতা পুরো সপ্তাহেই অব্যাহত থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টা রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া বজ্রসহ বৃষ্টি অথবা বৃষ্টি হতে পারে বলেও জানান তিনি।

এদিকে আবহাওয়া অফিস আরও জানিয়েছে, সারা দেশের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে চলতি মাসে তাপপ্রবাহের শঙ্কা নেই। এপ্রিলের প্রথম সপ্তাহে হতে পারে মৃদু তাপপ্রবাহ।

নিউজটি শেয়ার করুন

দেশে সোমবার হতে পারে কালবৈশাখী

আপডেট সময় : ০১:১৯:৪২ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪

লঘুচাপের প্রভাবে সোমবার কালবৈশাখীরও শঙ্কা রয়েছে। এছাড়া সপ্তাহজুড়ে দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। উত্তরাঞ্চলে বৃষ্টিপাত বাড়ার প্রবণতাসহ রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলে আজও বৃষ্টি হতে পারে।

রোববার (২৪ মার্চ) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আগামী ৪৮ ঘণ্টায় সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। রাজধানীতে কয়েক দফা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাত আরও বাড়তে পারে।

এদিকে, রাজধানী ঢাকায় মধ্যরাতে ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। আধাঘণ্টার বেশি সময় ধরে চলা এই বৃষ্টির সঙ্গে ছিল দমকা হাওয়াও। শনিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে শুরু হয় এই অবস্থার। গত বৃহস্পতিবার থেকেই রাজধানীসহ দেশের অনেক জায়গায় আকাশ ছিল মেঘে ঢাকা। কোথাও কোথাও বৃষ্টিও হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানীতে বৃষ্টি হলেও এর পরিমাণ হবে খুব কম। আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, বৃষ্টিপাতের এ প্রবণতা পুরো সপ্তাহেই অব্যাহত থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টা রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া বজ্রসহ বৃষ্টি অথবা বৃষ্টি হতে পারে বলেও জানান তিনি।

এদিকে আবহাওয়া অফিস আরও জানিয়েছে, সারা দেশের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে চলতি মাসে তাপপ্রবাহের শঙ্কা নেই। এপ্রিলের প্রথম সপ্তাহে হতে পারে মৃদু তাপপ্রবাহ।