ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

রোলেক্স ঘড়ির খোঁজে প্রেসিডেন্টের বাসায় পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪
  • / ৪২৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুর্নীতি মামলার তদন্ত করতে পেরুর প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তের বাসভবনে অভিযান চালিয়েছে দেশটির পুলিশ। সেখানে রোলেক্স ঘড়ি খুঁজতে গিয়েছিলেন তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, দুর্নীতির এই মামলার নাম দেওয়া হয়েছে ‘রোলেক্সগেট’।

একটি কিংবা দুটো নয়, এক ডজনের বেশি রোলেক্স ঘড়ি খুঁজতে প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তের বাসভবনে হুট করেই এই অভিযান চালানো হয়।

এর আগে ২০২২ সালের ডিসেম্বরে ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন অনুষ্ঠানে দামি রোলেক্স ঘড়ি পরতে দেখা যায় পেরুর প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তকে। এ নিয়ে দেশব্যাপী সমালোচনা শুরু হয়। এর জেরে তদন্ত শুরু করে পুলিশ।

শনিবারের হঠাৎ এই অভিযানকে অসামঞ্জস্যপূর্ণ এবং অসাংবিধানিক বলে অভিহিত করেছে পেরু সরকার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে দেশটির প্রধানমন্ত্রী গুস্তাবো আদ্রিয়ানজেন বলেন, ‘এভাবে রাজনৈতিক হেনস্তা সারা দেশেই ব্যাপক আকার ধারণ করতে পারে।’

এর আগে চলতি মাসেই সরকারের পক্ষ থেকে জানানো হয়, গত দুই বছরে প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তের সম্পদ পর্যালোচনা করা হবে। এ ব্যাপারে দিনা বলুয়ার্ত বলেন, তার পরা রোলেক্স ছিল পুরোনো মডেলের। বেতনের টাকা দিয়েই কিনেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

রোলেক্স ঘড়ির খোঁজে প্রেসিডেন্টের বাসায় পুলিশ

আপডেট সময় : ১২:৫৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪

দুর্নীতি মামলার তদন্ত করতে পেরুর প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তের বাসভবনে অভিযান চালিয়েছে দেশটির পুলিশ। সেখানে রোলেক্স ঘড়ি খুঁজতে গিয়েছিলেন তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, দুর্নীতির এই মামলার নাম দেওয়া হয়েছে ‘রোলেক্সগেট’।

একটি কিংবা দুটো নয়, এক ডজনের বেশি রোলেক্স ঘড়ি খুঁজতে প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তের বাসভবনে হুট করেই এই অভিযান চালানো হয়।

এর আগে ২০২২ সালের ডিসেম্বরে ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন অনুষ্ঠানে দামি রোলেক্স ঘড়ি পরতে দেখা যায় পেরুর প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তকে। এ নিয়ে দেশব্যাপী সমালোচনা শুরু হয়। এর জেরে তদন্ত শুরু করে পুলিশ।

শনিবারের হঠাৎ এই অভিযানকে অসামঞ্জস্যপূর্ণ এবং অসাংবিধানিক বলে অভিহিত করেছে পেরু সরকার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে দেশটির প্রধানমন্ত্রী গুস্তাবো আদ্রিয়ানজেন বলেন, ‘এভাবে রাজনৈতিক হেনস্তা সারা দেশেই ব্যাপক আকার ধারণ করতে পারে।’

এর আগে চলতি মাসেই সরকারের পক্ষ থেকে জানানো হয়, গত দুই বছরে প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তের সম্পদ পর্যালোচনা করা হবে। এ ব্যাপারে দিনা বলুয়ার্ত বলেন, তার পরা রোলেক্স ছিল পুরোনো মডেলের। বেতনের টাকা দিয়েই কিনেছেন তিনি।