অজুহাতের কোনো সুযোগ নেই: শান্ত
- আপডেট সময় : ০৪:৩৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪
- / ৪১০ বার পড়া হয়েছে
শ্রীলঙ্কা সিরিজের আগ পর্যন্ত নাজমুল হোসেন শান্ত বেশ ভালোই করছিলেন। অধিনায়ক হিসেবে তার পথচলা বেশিদিনের নয়। সাদা পোশাকে বাংলাদেশের পথচলা দীর্ঘদিনের। তবু, বাংলাদেশ দলের চেয়ে বরং শান্তকে পরিণত মনে হয়েছে। হারলে যেখানে অজুহাতের অন্ত থাকত না, শান্ত সেখানে স্রেফ জানিয়েই দিলেন—অজুহাতের কোনো সুযোগ নেই।
ম্যাচ শেষে আজ বুধবার (৩ এপ্রিল) সংবাদ সম্মেলনে এসে শান্ত শুরুতেই বলেন, ’অজুহাতের কোনো সুযোগ নেই। আমরা ব্যর্থ হয়েছি। ব্যাটাররা ভালো খেলতে পারেনি। দল হিসেবে পুরো সিরিজে আমাদের ব্যাটাররা নিজেদের মেলে ধরতে পারেনি। ফিল্ডিংয়ে অনুশীলন খারাপ হয় না। ক্যাচও ধরে খেলোয়াড়রা। মাঠে কেন সেটি হয়নি জানি না।‘
বরাবরের মতোই দলকে আগলে রেখেছেন অধিনায়ক। ব্যর্থ হলেও কাউকে দোষ চাপাচ্ছেন না। সিরিজ হয়তো হেরেছে, বাজেভাবে খেলেছে। এর মানে এই নয়, দল খারাপ হয়ে গেছে। জানালেন, দল হিসেবে বাংলাদেশ এতটাও বাজে নয়। সবার শতভাগ চেষ্টা থাকে, কীভাবে আরেকটু ভালো ক্রিকেট খেলা যায়।
বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এই সিরিজে আমরা যেভাবে খেলেছি, দল হিসেবে এতটাও খারাপ না। প্রত্যেক ক্রিকেটার নিজেদের মধ্যে আলোচনা করে, কীভাবে খেলায় আরও উন্নতি করা যায়। দলে অবদান রাখা যায়। আমরা জানি ভালো করিনি, মানসিকভাবেও কিছুটা বিপর্যস্ত সবাই। তবে, সব খেলোয়াড় একে অপরের পাশে আছে।’