ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধে বাইডেন–ব্লিঙ্কেনকে ন্যান্সির চিঠি
- আপডেট সময় : ০৩:০৫:০৭ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪
- / ৪৪১ বার পড়া হয়েছে
ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করতে মার্কিন প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের কাছে চিঠি লিখেছেন কয়েক ডজন কংগ্রেসম্যান। সেই চিঠিতে সই করছেন মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ও ডেমোক্র্যাট দলের বর্ষীয়ান রাজনীতিক ন্যান্সি পেলোসি। গতকাল শুক্রবার তাঁরা এ চিঠি লিখেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধে বাইডেনের ওপর আগে থেকেই বহুমুখী চাপ ছিল। এবার সেই কংগ্রেসম্যানদের চিঠির সঙ্গে ন্যান্সি পেলোসি যুক্ত হওয়ার তা আলাদা মাত্রা পেয়েছে। কারণ পেলোসি প্রেসিডেন্ট বাইডেনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
রয়টার্স জানিয়েছে, গত সোমবার গাজায় ইসরায়েলি হামলায় ব্রিটিশ দাতব্য প্রতিষ্ঠান ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের সাত ত্রাণকর্মীর নিহত হওয়ার ঘটনার তদন্ত দাবি করা হয়েছে ওই চিঠিতে।
চিঠিতে ন্যান্সি পেলোসি ছাড়াও ডেমোক্র্যাট দলের আরও ৩৬ জন কংগ্রেসম্যান সই করেছেন। এতে গাজা ইস্যুতে ডেমোক্র্যাট দলের দৃষ্টিভঙ্গি স্পষ্ট হয়ে উঠেছে।
চিঠিতে স্পষ্টভাবে বলা হয়েছে, ‘ত্রাণকর্মীদের ওপর সাম্প্রতিক হামলা ও গাজার মানবিক পরিস্থিতির ভয়াবহ অবনতি হওয়ায় আমাদের মনে হয়েছে, ইসরায়েলে আর অস্ত্র সরবরাহ করা উচিত হবে না।’
এ দিকে ব্রিটিশ ত্রাণকর্মীদের নিহত হওয়ার ঘটনায় এরই মধ্যে দুঃখ প্রকাশ করেছে ইসরায়েল। একই সঙ্গে এ হামলায় জড়িত দুই জ্যেষ্ঠ সেনাকর্মকর্তাকে বরখাস্তও করেছে ইসরায়েলী সেনাবাহিনী। গতকাল এক বিবৃতেতে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, ‘এ ঘটনায় সামরিক বাহিনীর কার্যক্রমের ত্রুটি পাওয়া গেছে। এ জন্য দুজন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে এবং একজন জ্যোষ্ঠ কমান্ডারকে তিরস্কার করা হয়েছে।’
হোয়াইট হাউস জানিয়েছে, গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইসরয়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে টেলিফোনে কথা হয়েছে। তখন গাজায় বেসামরিক মানুষদের সুরক্ষা দিতে নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। যদি গাজার মানুষদের সুরক্ষা দেওয়া না হয়, তাহলে আমেরিকা তাদের ইসরায়েল নীতি বদলাবে বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।