ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩৩:৩০ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪
  • / ৪০৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইংলিশ প্রিমিয়ার লিগে চলছে লিভারপুল, ম্যানচেস্টার সিটি ও আর্সেনালের ত্রিমুখী লড়াই। দম ধরে রাখার এ সময়ে অলরেডদের পেছনে ফেলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে আর্সেনাল। ব্রাইটনের মাঠে নেমে জয় তুলে নিয়েছে মিকেল আর্তেতার দল। দলের প্রয়োজনের মুহূর্তে গোল করে এগিয়ে নেয়া বুকায়ো সাকা মনে করেন, আগের মৌসুমের চেয়ে এবার আরও বেশি স্বাচ্ছন্দ্যে রয়েছেন তারা।

প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে ব্রাইটনের বিপক্ষে ৩-০তে জিতেছে আর্সেনাল। ইংলিশ ফরোয়ার্ড বুকায়ো সাকা দলকে এগিয়ে নেয়ার পর ব্যবধান বাড়ান কাই হাভার্টজ ও লিয়ান্দ্রো ট্রোসার্ড।

গত মৌসুমের শুরু থেকে লিগ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে ছিল আর্সেনাল। মৌসুমের একটা লম্বা সময় শীর্ষে ছিল আর্তেতা বাহিনী। শেষপর্যন্ত পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির কাছে স্বপ্ন বিসর্জন হয় গানারদের। পয়েন্ট টেবিলে দুইয়ে থেকে মৌসুম শেষ করতে হয়। ওই দলের চেয়ে এবারের দলটি আরও বেশি ভালো, মনে করছেন ২২ বর্ষী সাকা।

‘আগের মৌসুমের চেয়ে এবছর আমরা আরও বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি। মনে করি এবারের দলটি আগের চেয়ে আরও ভালো। মৌসুমের এ পর্যায়ে প্রতিটি ম্যাচ জয়ের জন্য আমরা প্রস্তুত।’

৩১ ম্যাচে ২২ জয় ও ৫ ড্রয়ে ৭১ পয়েন্ট নিয়ে লিভারপুলকে টপকে শীর্ষে উঠেছে আর্সেনাল। ৭০ পয়েন্ট করে নিয়ে লিভারপুল দুইয়ে ও ম্যানচেস্টার সিটি তিনে নেমে গেছে। লিভারপুল অবশ্য একটি ম্যাচ কম খেলেছে। ৪৩ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে রয়েছে ব্রাইটন।

নিউজটি শেয়ার করুন

পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে আর্সেনাল

আপডেট সময় : ০১:৩৩:৩০ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪

ইংলিশ প্রিমিয়ার লিগে চলছে লিভারপুল, ম্যানচেস্টার সিটি ও আর্সেনালের ত্রিমুখী লড়াই। দম ধরে রাখার এ সময়ে অলরেডদের পেছনে ফেলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে আর্সেনাল। ব্রাইটনের মাঠে নেমে জয় তুলে নিয়েছে মিকেল আর্তেতার দল। দলের প্রয়োজনের মুহূর্তে গোল করে এগিয়ে নেয়া বুকায়ো সাকা মনে করেন, আগের মৌসুমের চেয়ে এবার আরও বেশি স্বাচ্ছন্দ্যে রয়েছেন তারা।

প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে ব্রাইটনের বিপক্ষে ৩-০তে জিতেছে আর্সেনাল। ইংলিশ ফরোয়ার্ড বুকায়ো সাকা দলকে এগিয়ে নেয়ার পর ব্যবধান বাড়ান কাই হাভার্টজ ও লিয়ান্দ্রো ট্রোসার্ড।

গত মৌসুমের শুরু থেকে লিগ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে ছিল আর্সেনাল। মৌসুমের একটা লম্বা সময় শীর্ষে ছিল আর্তেতা বাহিনী। শেষপর্যন্ত পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির কাছে স্বপ্ন বিসর্জন হয় গানারদের। পয়েন্ট টেবিলে দুইয়ে থেকে মৌসুম শেষ করতে হয়। ওই দলের চেয়ে এবারের দলটি আরও বেশি ভালো, মনে করছেন ২২ বর্ষী সাকা।

‘আগের মৌসুমের চেয়ে এবছর আমরা আরও বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি। মনে করি এবারের দলটি আগের চেয়ে আরও ভালো। মৌসুমের এ পর্যায়ে প্রতিটি ম্যাচ জয়ের জন্য আমরা প্রস্তুত।’

৩১ ম্যাচে ২২ জয় ও ৫ ড্রয়ে ৭১ পয়েন্ট নিয়ে লিভারপুলকে টপকে শীর্ষে উঠেছে আর্সেনাল। ৭০ পয়েন্ট করে নিয়ে লিভারপুল দুইয়ে ও ম্যানচেস্টার সিটি তিনে নেমে গেছে। লিভারপুল অবশ্য একটি ম্যাচ কম খেলেছে। ৪৩ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে রয়েছে ব্রাইটন।