ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে লাইলাতুল কদর পালিত
- আপডেট সময় : ০১:৫৬:২৫ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪
- / ৪০৯ বার পড়া হয়েছে
যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানীসহ সারাদেশে পালিত হয়েছে পবিত্র শবে কদর। তারাবির নামাজের পর থেকে মসজিদে বাড়িতে নফল নামাজ, কুরআন তেলাওয়াত ও অন্যান্য ইবাদত বন্দেগিতে মশগুল ছিল ধর্মপ্রাণ মুসল্লিরা। মহান আল্লাহ তায়ালা লাইলাতুল কদরের রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন। তাই এই রাতে আল্লাহর রহমতের জন্য প্রার্থনা করেন ধর্মপ্রাণ মুসলমানেরা।
পবিত্র কোরআনে লাইলাতুল কদরকে ইবাদতের জন্য হাজার মাসের চেয়েও উত্তম বলে ঘোষণা করা হয়েছে। পুরো মাসজুড়ে সিয়াম সাধনা শেষে আল্লাহর সন্তুষ্টি লাভ আর পাপ মুক্তির জন্য এই রাতে তাই ইবাদতে মশগুল থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা।
পবিত্র শবে কদরের রজনীতে রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ সব মসজিদগুলোতেই ছিল মুসল্লিদের ভিড়। সারারাত মসজিদে ইবাদত বন্দেগিতে মশগুল ছিল মুসল্লিরা।
নামাজ শেষে পরিবার, দেশ ও জাতির মঙ্গল, ফিলিস্তিনিদের শান্তি কামনা এবং তীব্র তাপদাহ থেকে স্বস্তির জন্য দোয়া করেন মুসল্লিরা।
দেশ জাতির ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে পবিত্র শবে কদর রাতে আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করা হয়। উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্য পবিত্র শবে কদর রাতের গুরুত্ব তুলে ধরেন মসজিদের খতিবরা।