টানা ৫ দিনের ছুটিতে দেশ
- আপডেট সময় : ০৩:৪৯:০৬ অপরাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪
- / ৩৯৯ বার পড়া হয়েছে
রাজধানীসহ সারা দেশে ঈদের আমেজ শুরু হয়েছে। দেশের আকাশে হিজরি শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে এবার পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। আর বৃহস্পতিবার (১১ এপ্রিল) থেকে পবিত্র শাওয়াল মাস গণনা করা হবে এবং ওই দিন পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। স্বজনদের সঙ্গে আনন্দের মুহূর্ত কাটাতে গ্রামের পানে ছুটছে মানুষ। রাজধানীর প্রধান সড়কসহ অলিগলিও বেশ ফাঁকা। চিরচেনা সেই অসহনীয় যানজটের বালাই নেই। তবে বিপণিবিতান ও আশপাশে কিছুটা ভিড় রয়েছে। আবহাওয়া অফিস বলছে, ঈদের দিন দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। বরং মেঘাচ্ছন্ন আকাশের সাথে তাপমাত্রা থাকবে স্বাভাবিক।
ঈদের চাঁদ দেখা না যাওয়ায় সরকার নির্ধারিত ঈদের ছুটি শুরু হয়েছে আজ বুধবার (১০ এপ্রিল)। বুধ ও বৃহস্পতিবার ছাড়াও সাপ্তাহিক দুদিন ছুটির পর রোববার পহেলা বৈশাখ। ফলে ওই দিন অর্থাৎ রোববার (১৪ এপ্রিল) ছুটি ভোগ করবেন সরকারি চাকরিজীবীরা। টানা ৫ দিনের ছুটি শেষে অফিস-আদালত খুলবে ১৫ এপ্রিল সোমবার।
ঈদের ছুটি শুরুর আগেই কর্মমুখী মানুষ গত কয়েক দিন ধরে বাড়ি ফিরতে শুরু করেছে। এবার একটু দীর্ঘ ছুটি হওয়ায় বাড়ি ফিরতে তেমন ভোগান্তির কথা শোনা যায়নি। আজও রাজধানী ছাড়ছে কর্মজীবী মানুষরা। তবে অন্যান্য দিনের তুলনায় আজ খুব কম মানুষ ঢাকা ছাড়ছে। এর ফলে রাজধানী ঢাকা এখন ফাঁকা শহরে রূপ নিয়েছে।
এদিকে, এবারই প্রথম দীর্ঘ ছুটি পাচ্ছেন প্রিন্ট মিডিয়ায় কর্মরতরা। ৯-১৪ এপ্রিল পর্যন্ত ছয় দিন ছুটি ভোগ করবেন তারা।
ঈদের ছুটিকালীন আবহাওয়াও থাকবে শুষ্ক। কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস থাকলেও দেশের অনেক এলাকায় বিদ্যমান তাপপ্রবাহ অব্যাহত থাকবে। আর ঈদের দিনও গরমে পুড়বে ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকা।
যানজট, কোলাহল, মোড়ে মোড়ে গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা, রিকশার জট; সাধারণত এমনই চিত্র রাজধানী ঢাকার নিত্যসঙ্গী। বুধবার ঈদের আগের দিনে সে চিত্র সম্পূর্ণ ভিন্ন। রাস্তায় নেই কোনো যানজট, মোড়ে মোড়ে নেই গাড়ি, রিকশার জটলা, নেই ট্রাফিক সিগন্যালের বিধিনিষেধ। একদম ফাঁকা। বলা যায়, এ এক অচেনা ঢাকা।
রাজধানীর মিরপুরের টেকনিক্যাল মোড়, কল্যাণপুর, শ্যামলী, আসাদগেট, ফার্মগেট, মগবাজার, বাংলামটর, কারওয়ান বাজার, কাকরাইল, বাড্ডা ও গুলশান এলাকা ঘুরে দেখা যায়, পথে মানুষের উপস্থিতিও কম। প্রধান সড়কে ব্যক্তিগত গাড়ি ও বাসের সংখ্যাও কম। গাড়ি ও যানজট কম থাকায় অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন।
সিএনজিচালিত অটোরিকশা চললেও ভাড়া বেশি। গলির ভেতরের সড়কে রিকশাও কম। গন্তব্যে যেতে যাত্রীদের বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। গাড়ি না পাওয়ায় কিছুটা বিপাকেও পড়েছেন।
এদিকে, ফাঁকা ঢাকায় স্বচ্ছন্দে চলাচল করছে মানুষ। তবে, রাস্তার মোড়ে মোড়ে চেক পোস্ট বসিয়ে তল্লাশি করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।