বিশ্ববাজারে স্বর্ণের বড় দরপতন
- আপডেট সময় : ০৩:৪০:০২ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪
- / ৩৯৯ বার পড়া হয়েছে
ইতিহাসে প্রথমবারের মতো এক আউন্স স্বর্ণের দাম ২ হাজার ৪০০ ডলার ছাড়িয়েছে। শুক্রবার (১২ এপ্রিল) লেনদেনের একপর্যায়ে এক আউন্স স্বর্ণের সর্বোচ্চ দাম ওঠে ২ হাজার ৪৩১ দশমিক ৫২ ডলারে।
শনিবার (১৩ এপ্রিল) স্পট মার্কেটে স্বর্ণের আউন্স কিছুটা কমে অবস্থান করছে ২ হাজার ৩৪২ দশমিক ৯০ ডলারে। আগের দিন লেনদেন স্থিতি হয়েছিল ২ হাজার ৩৫৪ দশমিক ৫৪ ডলার।
বিশ্ববাজারে প্রতিনিয়তই ওঠানামা করছে স্বর্ণের দাম। কখনও রেকর্ড উচ্চতায় দাম উঠছে। আবার কিছুটা কমে স্থিতি হচ্ছে রেকর্ড দামের কাছাকাছি। এর আগে গত ৫ এপ্রিল বিশ্ববাজারে প্রথমবারের মতো ২ হাজার ৩০০ ডলার অতিক্রম করে স্বর্ণের আউন্স। এর ৭ দিনের মাথায় শুক্রবার ২ হাজার ৪০০ ডলার অতিক্রম করল প্রতি আউন্স স্বর্ণের দাম। যা বিশ্ববাজারে সর্বোচ্চ। তবে শনিবার সেটি নেমে এসেছে ২ হাজার ৩৫০ ডলারের নিচে।
বিশ্ববাজার বিশ্লেষণ করে দেখা যায়, গত এক সপ্তাহে স্বর্ণের দাম বেড়েছে ৪ শতাংশ। আর বছর ব্যবধানে এটি বেড়েছে প্রায় ১৬ শতাংশ। বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের বেঞ্চমার্ক সুদের হার হ্রাসের ঘোষণা ও মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে মানুষ ঝুঁকছেন স্বর্ণের দিকে।