ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

প্রথমবার জার্মান লিগের শিরোপা জিতেছে বায়ার লেভারকুসন

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫৩:২৩ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪
  • / ৩৯৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জার্মান ফুটবল লিগ বুন্দেসলিগায় পাঁচ ম্যাচ হাতে রেকেই প্রথমবারের মতো শিরোপা জিতেছে বায়ার লেভারকুসেন। জার্মানির বে অ্যারানাতে ভেডার ব্রেমেনকে ৫-০ গোলে হারিয়ে চলতি আসরে এখন পর্যন্ত অপরাজিত থেইে এবারের চ্যাম্পিয়ন হয়েছে বায়ার লেভারকুসেন।

খেলার প্রথমার্ধের ২৫ মিনিটে ভিক্টোরের গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লেভারকুসেন। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে দলের পক্ষে ১টি গোল করেন গ্রানাইট জাকা। আর হ্যাটট্রিক গোলে করেছেন ফ্লোরিয়ান ভার্ট্জ। এদিকে, খেলার পুরো সময়েই ভেডার ব্রেমেন কোন গোল না করতে পারলে ৫-০ গোলের বড় জয় নিশ্চিত হয় লেভারকুসেনের। ম্যাচ শেষে বাঁধ ভাঙ্গা উল্লাসে মাতে মাঠে উপস্থিত থাকা হাজারো লেভোরকুসেনের সমর্থকরা।

এই জয়ের ফলে লেভারকুসেনের পয়েন্ট দাঁড়িয়েছে ২৯ ম্যাচে ৭৯। লিগ পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা বায়ার্ন মিউনিখের পয়েন্ট সমান ম্যাচে ৬৩। দুই দলের ব্যবধান ১৬ পয়েন্ট হয়ে যাওয়ায় পরের পাঁচ ম্যাচে হারলেও শীর্ষেই থাকবে লেভারকুসেন।

এর আগে পাঁচবার রানার্সআপ হলেও ১২০ বছরের ক্লাব ইতিহাসে শীর্ষ কোন লিগে এটিই লেভারকুসেনের প্রথম শিরোপা। আর লেভারকুসেন চ্যাম্পিয়ন হওয়ায় টানা ১১বছর পর শিরোপা হাতছাড়া করলো বায়ার্ন মিউনিখ।

নিউজটি শেয়ার করুন

প্রথমবার জার্মান লিগের শিরোপা জিতেছে বায়ার লেভারকুসন

আপডেট সময় : ১২:৫৩:২৩ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪

জার্মান ফুটবল লিগ বুন্দেসলিগায় পাঁচ ম্যাচ হাতে রেকেই প্রথমবারের মতো শিরোপা জিতেছে বায়ার লেভারকুসেন। জার্মানির বে অ্যারানাতে ভেডার ব্রেমেনকে ৫-০ গোলে হারিয়ে চলতি আসরে এখন পর্যন্ত অপরাজিত থেইে এবারের চ্যাম্পিয়ন হয়েছে বায়ার লেভারকুসেন।

খেলার প্রথমার্ধের ২৫ মিনিটে ভিক্টোরের গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লেভারকুসেন। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে দলের পক্ষে ১টি গোল করেন গ্রানাইট জাকা। আর হ্যাটট্রিক গোলে করেছেন ফ্লোরিয়ান ভার্ট্জ। এদিকে, খেলার পুরো সময়েই ভেডার ব্রেমেন কোন গোল না করতে পারলে ৫-০ গোলের বড় জয় নিশ্চিত হয় লেভারকুসেনের। ম্যাচ শেষে বাঁধ ভাঙ্গা উল্লাসে মাতে মাঠে উপস্থিত থাকা হাজারো লেভোরকুসেনের সমর্থকরা।

এই জয়ের ফলে লেভারকুসেনের পয়েন্ট দাঁড়িয়েছে ২৯ ম্যাচে ৭৯। লিগ পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা বায়ার্ন মিউনিখের পয়েন্ট সমান ম্যাচে ৬৩। দুই দলের ব্যবধান ১৬ পয়েন্ট হয়ে যাওয়ায় পরের পাঁচ ম্যাচে হারলেও শীর্ষেই থাকবে লেভারকুসেন।

এর আগে পাঁচবার রানার্সআপ হলেও ১২০ বছরের ক্লাব ইতিহাসে শীর্ষ কোন লিগে এটিই লেভারকুসেনের প্রথম শিরোপা। আর লেভারকুসেন চ্যাম্পিয়ন হওয়ায় টানা ১১বছর পর শিরোপা হাতছাড়া করলো বায়ার্ন মিউনিখ।