০৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

স্মরণকালের রেকর্ড বৃষ্টিতে অচল আরব আমিরাত

স্মরণকালের রেকর্ড পরিমাণ বৃষ্টির কারণে অচল হয়ে পড়েছে আরব আমিরাত ও বিশ্বের অন্যতম ব্যস্ত দুবাই বিমানবন্দর। ফ্লাইট বিলম্ব ও বাতিল হওয়ায় যাত্রীদের নানা বিড়ম্বনা পড়তে হয়। এসময় দুবাই বিমানবন্দরে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয়।

বৃহস্পতিবার (১৮ই এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। এছাড়া দুবাইয়ের অনেক এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় কিছু যাত্রীকে বিমানবন্দর ত্যাগ না করারও পরামর্শও দেওয়া হয়।

বিবিসি’র প্রতিবেদন অনুযায়ী, বুধবার (১৭ই এপ্রিল) বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর তিনটায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ২৯০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বন্যার পানিতে সড়কে আটকে আছে বহু গাড়ি। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কর্মকান্ড। বিভিন্ন এলাকা বন্যার পানিতে তলিয়ে থাকায় স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

গত রোববার (১৪ই এপ্রিল) থেকে দেশটিতে মৃতের সংখ্যা ১৯ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার (১৬ই এপ্রিল) ৭৫ বছরের মধ্যে রেকর্ড ভাঙা বৃষ্টিপাত দেখেছে দেশটি। ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি ঘোষণা করেছে, ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে আল-আইন অঞ্চলের খাতম আল-শাকলায় ২৫৪.৮ মিমি বৃষ্টিপাত হয়েছে। কর্তৃপক্ষ সতর্ক করেছে, আরও বজ্রপাত, ভারী বৃষ্টি এবং শক্তিশালী বাতাসের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

স্মরণকালের রেকর্ড বৃষ্টিতে অচল আরব আমিরাত

আপডেট : ০২:৩৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

স্মরণকালের রেকর্ড পরিমাণ বৃষ্টির কারণে অচল হয়ে পড়েছে আরব আমিরাত ও বিশ্বের অন্যতম ব্যস্ত দুবাই বিমানবন্দর। ফ্লাইট বিলম্ব ও বাতিল হওয়ায় যাত্রীদের নানা বিড়ম্বনা পড়তে হয়। এসময় দুবাই বিমানবন্দরে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয়।

বৃহস্পতিবার (১৮ই এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। এছাড়া দুবাইয়ের অনেক এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় কিছু যাত্রীকে বিমানবন্দর ত্যাগ না করারও পরামর্শও দেওয়া হয়।

বিবিসি’র প্রতিবেদন অনুযায়ী, বুধবার (১৭ই এপ্রিল) বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর তিনটায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ২৯০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বন্যার পানিতে সড়কে আটকে আছে বহু গাড়ি। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কর্মকান্ড। বিভিন্ন এলাকা বন্যার পানিতে তলিয়ে থাকায় স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

গত রোববার (১৪ই এপ্রিল) থেকে দেশটিতে মৃতের সংখ্যা ১৯ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার (১৬ই এপ্রিল) ৭৫ বছরের মধ্যে রেকর্ড ভাঙা বৃষ্টিপাত দেখেছে দেশটি। ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি ঘোষণা করেছে, ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে আল-আইন অঞ্চলের খাতম আল-শাকলায় ২৫৪.৮ মিমি বৃষ্টিপাত হয়েছে। কর্তৃপক্ষ সতর্ক করেছে, আরও বজ্রপাত, ভারী বৃষ্টি এবং শক্তিশালী বাতাসের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।