ইরাক থেকে সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট হামলা
- আপডেট সময় : ০১:২৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪
- / ৩৯৩ বার পড়া হয়েছে
ইরাক থেকে সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে একটি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে। গতকাল রোববার ইরাকের জুম্মার শহর থেকে অন্তত পাঁচটি রকেট ছোড়া হয়। দুটি ইরাকি নিরাপত্তা সূত্র এবং একজন মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইরাকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো গত ফেব্রুয়ারির প্রথম দিকে মার্কিন সেনাদের বিরুদ্ধে হামলা বন্ধ করে। এরপর মার্কিন বাহিনীর বিরুদ্ধে এই প্রথম কোনো হামলা হলো। তবে হামলার দায় স্বীকার করেনি কেউ।
ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির আমেরিকা সফর থেকে ফিরে আসার একদিন পর এই হামলার খবর পাওয়া যায়। সফরকালে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছিলেন তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা ইরাক থেকে সিরিয়ার রুমালিনের একটি সামরিক ঘাঁটিতে হামলার বিষয়টি জানিয়েছেন। তবে এই হামলায় কোনো মার্কিন সেনা সদস্য হতাহত হয়নি বলে জানান তিনি। তবে রকেটগুলো ঘাঁটিতে আঘাত করতে ব্যর্থ হয়েছে নাকি পৌঁছানোর আগেই ধ্বংস হয়ে গেছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। ওই ঘাঁটি লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে কি না সে বিষয়টিও নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে ইরাকি নিরাপত্তা সূত্র এবং এক শীর্ষ কর্মকর্তা রয়টার্সকে বলেন, রকেট লঞ্চারসহ একটি ছোট ট্রাক সিরিয়ার সীমান্তবর্তী শহর জুম্মারে পার্ক করা হয়েছিল। হঠাৎ বিস্ফোরণে ট্রাকে আগুন ধরে যায়। তবে কারা ওই ট্রাকে বোমা ফেলেছে তা তদন্ত না করে বলা সম্ভব না।