ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

খালেদা জিয়া রাজনৈতিক প্রতিহিংসার শিকার- রিজভী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:০৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
  • / ৩৯৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খালেদা জিয়া যে রাজনৈতিক প্রতিহিংসার শিকার তা আমেরিকার মানবাধিকার প্রতিবেদনেও উঠে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিরোধী দলকে দমনে গুম, বিচার বহির্ভূত হত্যা ও ধারাবাহিক খুনের এক ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের তালিকা তৈরি করা হয়েছে। সরকারের সকল অপকর্মের দায় নিয়েছে পাশ্বর্বর্তী দেশ।

মঙ্গলবার (২৩ এপ্রিল) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখার জন্যই যে রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলায় সাজা দিয়ে বন্দী করা হয়েছে তা আজ দেশ—বিদেশে সর্বজনবিদিত।

যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্টেও সেটি উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার ও শান্তিপূর্ণ সভা—সমাবেশে বাধা দেয়াসহ বিভিন্ন অবনতিশীল মানবাধিকার পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলাদেশিদের বিএসএফের নির্বিচারে হত্যা ও নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদও জানান রুহুল কবির রিজভী।

নিউজটি শেয়ার করুন

খালেদা জিয়া রাজনৈতিক প্রতিহিংসার শিকার- রিজভী

আপডেট সময় : ০৭:০৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

খালেদা জিয়া যে রাজনৈতিক প্রতিহিংসার শিকার তা আমেরিকার মানবাধিকার প্রতিবেদনেও উঠে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিরোধী দলকে দমনে গুম, বিচার বহির্ভূত হত্যা ও ধারাবাহিক খুনের এক ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের তালিকা তৈরি করা হয়েছে। সরকারের সকল অপকর্মের দায় নিয়েছে পাশ্বর্বর্তী দেশ।

মঙ্গলবার (২৩ এপ্রিল) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখার জন্যই যে রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলায় সাজা দিয়ে বন্দী করা হয়েছে তা আজ দেশ—বিদেশে সর্বজনবিদিত।

যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্টেও সেটি উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার ও শান্তিপূর্ণ সভা—সমাবেশে বাধা দেয়াসহ বিভিন্ন অবনতিশীল মানবাধিকার পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলাদেশিদের বিএসএফের নির্বিচারে হত্যা ও নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদও জানান রুহুল কবির রিজভী।