ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

দেশবিরোধী অপশক্তি ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:০৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
  • / ৩৯৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশবিরোধী একটি অপশক্তি নানা ভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা নির্বাচন, শান্তি ও উন্নয়নের বিরোধীতায় লিপ্ত। সারাদেশে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, গণতন্ত্র বিরোধী সাম্প্রদায়িক জঙ্গিবাদিরা আঘাত করতে চাইছে তাদেরকে প্রতিহত করতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় এসে অবৈধভাবে ক্ষমতা দখল ও জঙ্গিবাদ বন্ধ করেছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামী লীগকে শক্তিশালী করতে হবে। উপজেলা নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনা সবাইকে ভোটের মাধ্যমে সাংবিধানিক অধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন। আওয়ামী লীগ বিশ্বাস করে জনগণই সকল ক্ষমতার উৎস।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে হত্যার রাজনীতি বন্ধ করেছে। গণতান্ত্রিক সরকার স্থিতিশীল ছিল বলেই দেশে উন্নয়ন হয়েছে। বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র শুধু দেশে নয়, দেশের বাইরেও ষড়যন্ত্র আছে। নির্বাচিত সরকারকে অবৈধভাবে হটানোর ষড়যন্ত্র রয়েছে।

উপজেলা নির্বাচনে সবাইকে ভোটাধিকারের প্রয়োগের আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি বড় বড় কথা বলে। তারা শেখ হাসিনাকে ২০ বার হত্যার ষড়যন্ত্র হয়েছে। বিএনপি এবং খালেদা জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক হত্যার হুমকি ছিল। দেশর সংবিধান, আইনের শাসন, অধিকার যথাযথ দায়িত্ব কর্তব্য পালন করব।

নিউজটি শেয়ার করুন

দেশবিরোধী অপশক্তি ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে: ওবায়দুল কাদের

আপডেট সময় : ০৭:০৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশবিরোধী একটি অপশক্তি নানা ভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা নির্বাচন, শান্তি ও উন্নয়নের বিরোধীতায় লিপ্ত। সারাদেশে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, গণতন্ত্র বিরোধী সাম্প্রদায়িক জঙ্গিবাদিরা আঘাত করতে চাইছে তাদেরকে প্রতিহত করতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় এসে অবৈধভাবে ক্ষমতা দখল ও জঙ্গিবাদ বন্ধ করেছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামী লীগকে শক্তিশালী করতে হবে। উপজেলা নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনা সবাইকে ভোটের মাধ্যমে সাংবিধানিক অধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন। আওয়ামী লীগ বিশ্বাস করে জনগণই সকল ক্ষমতার উৎস।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে হত্যার রাজনীতি বন্ধ করেছে। গণতান্ত্রিক সরকার স্থিতিশীল ছিল বলেই দেশে উন্নয়ন হয়েছে। বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র শুধু দেশে নয়, দেশের বাইরেও ষড়যন্ত্র আছে। নির্বাচিত সরকারকে অবৈধভাবে হটানোর ষড়যন্ত্র রয়েছে।

উপজেলা নির্বাচনে সবাইকে ভোটাধিকারের প্রয়োগের আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি বড় বড় কথা বলে। তারা শেখ হাসিনাকে ২০ বার হত্যার ষড়যন্ত্র হয়েছে। বিএনপি এবং খালেদা জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক হত্যার হুমকি ছিল। দেশর সংবিধান, আইনের শাসন, অধিকার যথাযথ দায়িত্ব কর্তব্য পালন করব।