ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সাতক্ষীরায় সড়কে ঝড়ল বাবা-ছেলেসহ ৩ প্রাণ

সাতক্ষীরা প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:১৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
  • / ৩৯৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরা সদর উপজেলায় পৃথক দুই বাইক দুর্ঘটনায় বাবা ও ছেলেসহ ৩ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে বাইপাস সড়কে যুবক বাইক চালক ও রাতে আগরদাড়ীতে মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেল নিহত হয়েছে।

এদিন রাত সাড়ে ১০টা ৪০ মিনিটের দিকে কদমতলা-বৈকারি সড়কের আগরদাড়ী মাদরাসার পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বৈকারি গ্রামের হাফিজুর রহমান বুলু (৫৮) ও তার যুবক ছেলে আজিজুর রহমান (২৭)।

বৈকারী ইউনিয়নের চেয়ারম্যান আবু মো. মোস্তফা কামাল জানান, বৃহস্পতিবার রাত ১০টা ৪০ মিনিটের দিকে বৈকারি এলাকার হাফিজুল ইসলাম বুলু ঢাকা থেকে ফিরে কদমতলা মোড়ে নামেন এবং তার ছেলেকে ফোন দিয়ে ডেকে নিয়ে মোটরসাইকেল যোগে নিজের বাড়ি বৈকারীর দিকে যাচ্ছিলেন। কদমতলা-বৈকারি রোডের আগরদাড়ী মাদরাসার সামনে পৌঁছালে মোটরসাইকেল ও কাঠবোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই বাবা ও ছেলে নিহত হয়। ঘাতক ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায় এবং ড্রাইভার কৌশলে পালিয়ে যায়।

সাতক্ষীরা সদর থানার ওসি তদন্ত নজরুল ইসলাম আরও জানান, নিহত বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করে নিয়ে আসার জন্য পুলিশ ঘটনাস্থলে রওয়ানা হয়েছে। এছাড়া একই এলাকার বাইপাস সড়কে দুপুরে তালা উপজেলার কুমিরা এলাকার প্রভাস মাস্টারের ছেলে রাজন মোহন দাস অতি গতি নিয়ে মেডিকেল কলেজের উদ্দেশে যাওয়ার পথে শহরের বাইপাস সড়কে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়।

নিউজটি শেয়ার করুন

সাতক্ষীরায় সড়কে ঝড়ল বাবা-ছেলেসহ ৩ প্রাণ

আপডেট সময় : ০১:১৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

সাতক্ষীরা সদর উপজেলায় পৃথক দুই বাইক দুর্ঘটনায় বাবা ও ছেলেসহ ৩ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে বাইপাস সড়কে যুবক বাইক চালক ও রাতে আগরদাড়ীতে মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেল নিহত হয়েছে।

এদিন রাত সাড়ে ১০টা ৪০ মিনিটের দিকে কদমতলা-বৈকারি সড়কের আগরদাড়ী মাদরাসার পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বৈকারি গ্রামের হাফিজুর রহমান বুলু (৫৮) ও তার যুবক ছেলে আজিজুর রহমান (২৭)।

বৈকারী ইউনিয়নের চেয়ারম্যান আবু মো. মোস্তফা কামাল জানান, বৃহস্পতিবার রাত ১০টা ৪০ মিনিটের দিকে বৈকারি এলাকার হাফিজুল ইসলাম বুলু ঢাকা থেকে ফিরে কদমতলা মোড়ে নামেন এবং তার ছেলেকে ফোন দিয়ে ডেকে নিয়ে মোটরসাইকেল যোগে নিজের বাড়ি বৈকারীর দিকে যাচ্ছিলেন। কদমতলা-বৈকারি রোডের আগরদাড়ী মাদরাসার সামনে পৌঁছালে মোটরসাইকেল ও কাঠবোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই বাবা ও ছেলে নিহত হয়। ঘাতক ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায় এবং ড্রাইভার কৌশলে পালিয়ে যায়।

সাতক্ষীরা সদর থানার ওসি তদন্ত নজরুল ইসলাম আরও জানান, নিহত বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করে নিয়ে আসার জন্য পুলিশ ঘটনাস্থলে রওয়ানা হয়েছে। এছাড়া একই এলাকার বাইপাস সড়কে দুপুরে তালা উপজেলার কুমিরা এলাকার প্রভাস মাস্টারের ছেলে রাজন মোহন দাস অতি গতি নিয়ে মেডিকেল কলেজের উদ্দেশে যাওয়ার পথে শহরের বাইপাস সড়কে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়।