ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

জ্বালানিবাহী জাহাজে হুতি বিদ্রোহীদের ক্ষেপনাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:১৫:৪০ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
  • / ৩৯০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরান-সমর্থিত ইয়েমেনের হুতিরা লোহিত সাগরে আন্ড্রোমেডা স্টার অয়েল ট্যাংকার নামে একটি জ্বালানিবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা। এর ফলে জাহাজে সামান্য ক্ষতি হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তাসংক্রান্ত প্রতিষ্ঠান আমব্রের বরাতে জানিয়েছে, ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশ থেকে ব্যালিস্টিক তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এ হামলায় জ্বালানিবাহী জাহাজটির ক্ষতির শিকার হওয়ার খবর দিয়েছেন জাহাজটির মাস্টার।

এক এক্স বার্তায় মার্কিন সেন্ট্রাল কমান্ড হামলার বিষয়টি নিশ্চিত করেছে। বার্তায় বলা হয়, ইরান-সমর্থিত হুতিরা ইয়েমেন থেকে লোহিত সাগরে জাহাজ-বিধ্বংসী তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। একটি ক্ষেপণাস্ত্র এমভি মাইশা নামে অপর একটি জাহাজের পাশে পড়েছে। তবে এতে ওই জাহাজের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারেয়া দাবি করেছেন, আন্ড্রোমেডা স্টার পানামার পতাকাবাহী তবে ব্রিটিশ মালিকানাধীন, তবে আমব্রে বলছে, সম্প্রতি জাহাজের মালিকানা বদল হয়েছে।

ফিলিস্তিনের গাজায় গত অক্টোবরে ইসরায়েলি হামলা শুরুর পর থেকে গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে সমুদ্রে একের পর এক পণ্যবাহী জাহাজে হামলা চালিয়ে আসছে হুতি বিদ্রোহীরা।

নিউজটি শেয়ার করুন

জ্বালানিবাহী জাহাজে হুতি বিদ্রোহীদের ক্ষেপনাস্ত্র হামলা

আপডেট সময় : ০২:১৫:৪০ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

ইরান-সমর্থিত ইয়েমেনের হুতিরা লোহিত সাগরে আন্ড্রোমেডা স্টার অয়েল ট্যাংকার নামে একটি জ্বালানিবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা। এর ফলে জাহাজে সামান্য ক্ষতি হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তাসংক্রান্ত প্রতিষ্ঠান আমব্রের বরাতে জানিয়েছে, ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশ থেকে ব্যালিস্টিক তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এ হামলায় জ্বালানিবাহী জাহাজটির ক্ষতির শিকার হওয়ার খবর দিয়েছেন জাহাজটির মাস্টার।

এক এক্স বার্তায় মার্কিন সেন্ট্রাল কমান্ড হামলার বিষয়টি নিশ্চিত করেছে। বার্তায় বলা হয়, ইরান-সমর্থিত হুতিরা ইয়েমেন থেকে লোহিত সাগরে জাহাজ-বিধ্বংসী তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। একটি ক্ষেপণাস্ত্র এমভি মাইশা নামে অপর একটি জাহাজের পাশে পড়েছে। তবে এতে ওই জাহাজের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারেয়া দাবি করেছেন, আন্ড্রোমেডা স্টার পানামার পতাকাবাহী তবে ব্রিটিশ মালিকানাধীন, তবে আমব্রে বলছে, সম্প্রতি জাহাজের মালিকানা বদল হয়েছে।

ফিলিস্তিনের গাজায় গত অক্টোবরে ইসরায়েলি হামলা শুরুর পর থেকে গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে সমুদ্রে একের পর এক পণ্যবাহী জাহাজে হামলা চালিয়ে আসছে হুতি বিদ্রোহীরা।